পরিস্কার – পরিচ্ছন্নতা বজায় রাখতে সচেতনতা মূলক কর্মসূচী গ্রহণ

সিপ্লাস ডেস্ক: ড্রোন নির্ভরতা কমিয়ে জনসম্পৃক্ত কর্মসূচী গ্রহণ করার মধ্যে দিয়েই ডেঙ্গুর প্রার্দুভাব কমিয়ে আনা সম্ভব । এছাড়াও  শুধু জরিমানা নির্ভরতা নয়। পরিস্কার পরিচ্ছন্নতা  সহ স্বাস্থ্যবিধি মানাতে সচেতনতা মূলক কর্মসূচী গ্রহণ করার মধ্য দিয়ে মানুষকে সচেতন না করতে পারলে পরিস্থিতি আরো ভয়াবহ আকার ধারণ করবে।

এলাকা ভিত্তিক সামাজিক – সাংস্কৃতিক সংগঠন বা ক্লাব গুলো এক সময় জনসম্পৃক্ত কাজ করলেও বর্তমানে তা প্রায় নেই বললেই চলে। তরুনদের এ সকল কর্মকান্ডে অতীতের মতো ঝাঁপিয়ে  পড়তে হবে।  সাধারণ মানুষকে  সম্পৃক্ত করে সচেতনতা মূলক কর্মসূচী গ্রহণ করতে হবে।

শুক্রবার( ১ সেপ্টেম্বর) নগরীর ২৮ নং পাঠানটুলি ওয়ার্ডে যুব ব্রিগেড চট্টগ্রাম এর উদ্যোগে অনুষ্ঠিত ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা মূলক  প্রচার অভিযান কার্যক্রমে বক্তব্য প্রদান করেন।

এ সময় বক্তারা আরো বলেন, যুব ব্রিগেড সামাজিক দায় বদ্ধতা থেকে যে কার্যক্রম শুরু করেছে,  তা অব্যাহত থাকবে। একই সাথে যুব ব্রিগেড এর সকল সদস্যকে এলাকাবাসীর পক্ষ থেকে ধন্যবাদ জানানো হয়।

এ সময় উপস্থিত ছিলেন ডাবলমুরিং থানা ছাত্রলীগের সাবেক সভাপতি  এবিএম মোস্তফা কামাল টিপু, ২৮ নং ওয়ার্ড  আওয়ামী লীগ নেতা মাহমুদ ইদ্রিস, শ্রমিক লীগ সভাপতি মো: পারভেজ, স্থানীয় যুব নেতা নোটন বড়ুয়া, মাহমুদ তাজুল। যুব ব্রিগেড চট্টগ্রাম এর প্রধান  সমন্বয়ক  ডা: মোহাম্মদ মহসিন , সদস্য সচিব  খোকন মিয়া, কর্মসূচী সমন্বয়ক সঞ্জয় বড়ুয়া, সদস্য ফেরদৌস আল মাহমুদ,  মো: ফারুক প্রমুখ।

Scroll to Top