পরলোকে শিক্ষক মুক্তিপদ মহাজন 

চাটগাঁ নিউজ ডেস্ক: হাটহাজারী সরকারি প্রাথমিক বিদ্যালয় শিক্ষক সমিতির সাবেক সাধারণ সম্পাদক মুক্তিপদ মহাজন সোমবার সকাল সোয়া নয়টায় নগরীর জামালখানস্থ বাসায় পরলোক গমন করেছেন। মৃত্যুকালে তাঁর হয়েছিল ৮৫ বছর। তিনি বার্ধক্যজনিত বিভিন্ন রোগে ভুগছিলেন। তিনি স্ত্রী, দুই পুত্র ও এক মেয়ে রেখে যান।

সোমবার বিকেলে হাটহাজারীর পশ্চিম ধলই মহাজন বাড়ি শ্মশানে পরলোকগত এই শিক্ষকের শেষকৃত্য অনুষ্ঠিত হয়।

উল্লেখ্য, মুক্তিপদ মহাজন প্রধান শিক্ষক হিসেবে শৈলবালা সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে অবসরে যান। এর আগে তিনি হাটহাজারীর বিভিন্ন বিদ্যালয়ে শিক্ষকতা করেন।

চাটগাঁ নিউজ/ইউডি   

Scroll to Top