পড়া হয়েছে: ৩৭
সিপ্লাস ডেস্ক: পদ্মার বুকে চলল ট্রেন। নতুন এক দিগন্ত উন্মোচনের সাক্ষী হলো দেশবাসী। আজ মঙ্গলবার পদ্মা সেতুতে রেল চলাচল উদ্বোধনের পর প্রথম যাত্রী হিসেবে ট্রেনে করে পদ্মা পাড়ি দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দুপুরে মুন্সীগঞ্জের মাওয়া থেকে ট্রেনে করে পদ্মা রেল সেতু দিয়ে ভাঙ্গার যান তিনি।
এদিকে সামাজিক যোগাযোগমাধ্যমে ধূসর রঙের পাঞ্জাবি পরে ট্রেনে ওঠার হাস্যোজ্জল একগুচ্ছ ছবি পোস্ট করেন ফেরদৌস। ক্যাপশনে তিনি লেখেন, আজ ইতিহাসের পাতায় নাম লিখলাম।
আজ মঙ্গলবার দুপুর পৌনে ১টার দিকে ট্রেনে পদ্মা পার হন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তার আগে পদ্মা সেতু রেল সংযোগ প্রকল্পের ঢাকা-ভাঙ্গা অংশের উদ্বোধন অনুষ্ঠানে মাওয়া রেল স্টেশন প্রাঙ্গণ থেকে প্রধান অতিথির বক্তব্য রাখেন তিনি।