পতেঙ্গায় সেই লরি চাপায় স্বামীর পর মারা গেলেন স্ত্রীও, মৃতের সংখ্যা ৩

চাটগাঁ নিউজ ডেস্ক : চট্টগ্রাম মহানগরীর পতেঙ্গায় নিয়ন্ত্রণ হারিয়ে একটি লরি পুকুরে পড়ে যাওয়ার ঘটনায় আজ শনিবার দুপুরে আরও এক নারীর মৃত্যু হয়েছে। এনিয়ে স্বামী-স্ত্রীসহ ৩ জনের মৃত্যু হল।

গতকাল শুক্রবার (১৭ মে) রাতে পতেঙ্গাস্থ শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরসংলগ্ন বাটারফ্লাই পার্কের সামনে সড়কে এ দুর্ঘটনা ঘটে।

এসময় পুরে ডুবে নাজমুস সাকিব (৮) নামেএক শিশু নিখোঁজ এবং আসাদুজ্জামান সানি (১৯) মারা যান। পরে আজ শনিবার (১৮ মে) দুপুরে মারা যান সানির স্ত্রী তাসফিয়া (২০)।

এছাড়া চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে চিকিৎসাধীন আছেন আরও তিন জন। তারা হলেন- তাসফিয়ার বড় বোন ও নাজমুস সাকিবের মা নুসরাত জাহান (৩৫), মো. ইমরান (৮) ও নুরুল আমিন (২১)।

পুলিশ জানায়, শনিবার (১৮ মে) দুপুর ১টার দিকে চমেক হাসপাতালে চিকিৎসাধীন থাকা আহত তাসফিয়ার মৃত্যু হয়।

স্থানীয়রা জানান, শুক্রবার রাত সাড়ে ৮টার দিকে পতেঙ্গা থেকে আসা একটি কনটেইনারবাহী লরি নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে পড়ে যায়। এ সময় ৬ পথচারী লরির নিচে চাপা পড়ে। তাদের মধ্যে ৫ জনকে উদ্ধার করে চমেক হাসপাতালে পাঠানো হয়েছে। লরির নিচে চাপা পড়ে নিখোঁজ হন নাজমুস সাকিব নামে এক শিশু।

চমেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির দায়িত্বরত কর্মকর্তা (এএসআই) নুরে আলম আশেক জানান, দুর্ঘটনায় আহত পাঁচ জনকে হাসপাতালে নিয়ে আসা হলে তাদের বিভিন্ন ওয়ার্ডে ভর্তি করানো হয়। এদের মধ্যে আসাদুজ্জামান সানি নামে একজন শুক্রবার রাতে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। শনিবার দুপুর ১টার দিকে তাসফিয়া নামে এক তরুণীর মৃত্যু হয়েছে।

পতেঙ্গা থানার অফিসার ইনচার্জ (ওসি) কবিরুল ইসলাম জানান, লরির ধাক্কায় শিশু নাজমুস সাকিব সড়কের পাশে ওই পুকুরে পড়ে নিখোঁজ হয়। পরে রাত পৌনে ১২টার দিকে মৃত অবস্থায় পুকুর থেকে তাকে উদ্ধার করে।

চাটগাঁ নিউজ/এসআইএস

Scroll to Top