পড়া হয়েছে: ৩০
নিজস্ব প্রতিবেদক: দাঁড়িয়ে থাকা লরিতে ধাক্কা দিয়ে প্রাণ গেলো বিমানবন্দর অভিমুখী দ্রুতগামী সিএনজিচালিত এক অটোরিকশা যাত্রীর। এ ঘটনায় আহত হয়েছেন সিএনজিচালিত অটোরিকশায় থাকা আরও ৩ জন।
গতকাল মঙ্গলবার মধ্যরাতে নগরীর পতেঙ্গা এলাকার বিমানবন্দর রোডের ইনকনট্রেড কন্টেইনার ডিপোর গেইটে ঘটে এই ঘটনা।
নিহত ব্যক্তির নাম শাহরিয়ার। তার বয়স আনুমানিক ৩০ বছর। প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, বেপরোয়া গতির সিএনজি শহর থেকে বিমানবন্দর যাওয়ার পথে ইনকনট্রেড কন্টেইনার ডিপোর গেইটে দাঁড়িয়ে থাকা লরিকে ধাক্কা দেয়। এতে সিএনজির সামনের অংশ দুমড়ে মুচড়ে যায়।
এতে ঘটনাস্থলেই মারা যায় একজন। বেপরোয়া গতির সিএনজির গতি নিয়ন্ত্রণে চালক ব্যর্থ হওয়ায় ঘটেছে এমন দুর্ঘটনা বিষয়টি নিশ্চিত করেছেন পতেঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আফতাব আহমেদ।