পড়া হয়েছে: ৩০
চাটগাঁ নিউজ ডেস্ক: পতেঙ্গায় রাস্তার পাশ থেকে ওসমান সিকদার নামের এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) সকালে শাহ আমানত বিমানবন্দর সংলগ্ন লিংক রোড থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
ওসমানের বাড়ি হাটহাজারী উপজেলায়। তিনি বিমানবন্দরের সিভিল অ্যাভিয়েশনের অফিস সহকারী হিসেবে কর্মরত ছিলেন। বিমানবন্দর সংলগ্ন সরকারি কোয়ার্টারের বাসায় থাকতেন।
পতেঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহফুজুর রহমান বলেন, বিমানবন্দর সংলগ্ন লিংক রোডের পাশ থেকে এক ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়েছে।
চাটগাঁ নিউজ/ইউডি