পটিয়া প্রতিনিধি : পটিয়ায় তিন তলা ভবনের সিঁড়ি ঘরের তালা ভেঙে স্বর্ণাংকার সহ ১০ লাখ টাকার মালামাল লুটের ঘটনা ঘটেছে। উপজেলার কাশিয়াইশ ইউনিয়নের ১নং ওয়ার্ড বুধপুরা এলাকায় প্রফেসর হেলাল উদ্দীনের বাড়িতে বুধবার দিবাগত রাত ২টার দিকে এ চুরির ঘটনা ঘটে।
এ ঘটনায় বৃহস্পতিবার (০৩ অক্টোবর) সন্ধ্যায় ভুক্তভোগী মো. কাদের হোসেন বাদী হয়ে পটিয়া থানায় একটি অভিযোগ দায়ের করেছেন।
জানা গেছে, এ চুরির ঘটনায় সংঘবদ্ধ চোর চক্র ঘরের বিভিন্ন তালা ভেঙে ৫ ভরি স্বর্ণাংকার, শাড়ি-কাপড়, ৬টি বিদেশি লেপ, ১টি ওভেন, ব্যালেন্ডার, বিদেশি ফ্ল্যাক্স, ডিনার সেট সামগ্রী, দামি হাঁড়ি-পাতিল, গ্যাস সিলিন্ডারসহ প্রায় ১০ লাখ টাকার মূল্যবান মালামাল লুট করে নিয়ে যায়।
বাড়ির মালিক মো. কাদের হোসেন জানান, বিগত পাঁচ বছর ধরে আমরা সপরিবারে নগরীর ফিরিঙ্গী বাজার এলাকায় ভাড়া বাসায় থাকি। বিগত ৩০-৩৫ বছরে আমাদের ঘরে এ ধরণের ঘটনা ঘটেনি। আমরা প্রতি সপ্তাহে বাড়িতে আসি। এর আগেও বাইরে বিভিন্ন দামি ডেক্সিসহ অনেক কিছু ৬-৭ মাস ধরে পড়ে থাকলেও কেউ ধরতো না।
বৃহস্পতিবার দুপুরে আমাদের পাশের বিল্ডিংয়ের এক মহিলা ছাদে কাপড় শুকাতে উঠার পর আমাদের বিল্ডিংয়ের ছাদের দরজা খোলা দেখে। তখন আমাদের ফোন দিলে, আমরা বাড়িতে এসে দেখি বিল্ডিংয়ের ছাদের দরজা ও সামনের দরজার তালা ভাঙ্গা। ধারণা করা হচ্ছে, চোর চক্র প্রথমে ছাদের দরজার তালা ভেঙে ভিতরে প্রবেশ করে। পরে ঘরের বিভিন্ন আসবাবপত্র ছাদ দিয়ে বের করতে অসুবিধা হওয়ায় সামনের তালা ভেঙে তারা বাড়ির জিনিসপত্র লুট করে নিয়ে যায়। এ ঘটনায় আমি থানায় একটি লিখিত অভিযোগ দিয়েছি।
পটিয়া থানার উপ পুলিশ পরিদর্শক উপোন বড়ুয়া বলেন, বৃহস্পতিবার সন্ধ্যায় অভিযোগ দেয়া হয়েছে। ওসি স্যার এ ঘটনা তদন্তে আমাকে দায়িত্ব দিয়েছেন। আমি ঘটনাস্থলে গিয়ে বিষয়টি দেখছি।
চাটগাঁ নিউজ/ওবায়দুল/জেএইচ