পড়া হয়েছে: ৫
চাটগাঁ নিউজ ডেস্ক: চট্টগ্রামের পটিয়ায় মো: শফিউল আলম (৪০) নামে এক হোটেল ব্যবসায়ীকে মারধর করে ছিনতাইয়ের অভিযোগ উঠেছে। রোববার (১৯ জানুয়ারি) দিবাগত রাত পৌনে ২টার দিকে কচুয়া ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ড বাড়িঘাটা এলাকায় এ ঘটনা ঘটে।
ছিনতাইয়ের শিকার ব্যবসায়ী শফিউল মৃত দৌলত খাঁনের ছেলে।
ব্যবসায়ী শফিউল আলম বলেন, রাতে হোটেল থেকে ফেরার পথে বাড়ির কাছাকাছি এলে ছিনতাইকারীরা মারধর করে টাকা ছিনিয়ে নেয়। একপর্যায়ে অস্ত্র ঠেকিয়ে মোবাইল ফোনটিও কেড়ে নিয়ে পালিয়ে যায়।
পটিয়া থানার উপ-পরিদর্শক নয়ন চাকমা বলেন, খবর পেয়ে তাৎক্ষণিক ঘটনাস্থলে পৌঁছে কাউকে পাওয়া যায়নি। এ ঘটনায় আজ একটি অভিযোগ পেয়েছি। ছিনতাইকারীদের আটকের সর্বোচ্চ চেষ্ঠা চলছে।
চাটগাঁ নিউজ/জেএইচ