পটিয়ায় কার চালককে হত্যা চেষ্টার প্রতিবাদে মানববন্ধন

পটিয়া প্রতিনিধি: পটিয়া উপজেলা হালকা মোটরযান চালক শ্রমিক ইউনিয়নের সদস্য কার চালক ইসমাইলুর রহমানকে সন্ত্রাসী হামলায় হত্যা চেষ্টার প্রতিবাদে সংগঠনের উদ্যোগে শ্রমিকেরা মানবন্ধন কর্মসূচী পালন করে।

বুধবার (১৩ ডিসেম্বর) দুপুরে হালকা মোটরযান চালক শ্রমিক ইউনিয়নের উদ্যোগে উপজেলা সড়কস্থ কার্যালয়ের সামনে আয়োজিত মানবন্ধন কর্মসূচীতে পালিত হয়।

বক্তব্য রাখেন, সংগঠনের সভাপতি নাজিম উদ্দীন, সাধারণ সম্পাদক মোঃ হারুন অর রশীদ, সদস্য আবু তৈয়ব, মোঃ নাজিম উদ্দীন, মোঃ লিটন, মোঃ সালাম, মোঃ মামুন, তারেক ইসলাম, মোঃ আনিছ, মোঃ খোরশেদ, মোঃ সেলিম, মোঃ শাহীন, মোঃ ফারুক, মোঃ লোকমান।

বক্তারা বলেন, গত মঙ্গলবার সকালে ইসমাইলুর রহমান তার বসতভিটিতে বাউন্ডারী ওয়াল দেয়ার সময় স্থানীয় কতিপয় সন্ত্রাসী বাড়িভিটি নিয়ে পূর্ব শত্রুতার জের ধরে ইসমাইলুর রহমানকে হত্যার উদ্দেশে নৃশংসভাবে কুপিয়ে রক্তাক্ত জখম করে। বর্তমানে সে চমেক হাসাপাতালে আশংকাজনক অবস্থায় চিকিৎসাধীন রয়েছে। তাকে যারা হত্যার চেষ্টা করেছে প্রকৃত দোষীদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি প্রদানের জন্য নেতৃবৃন্দ পটিয়া থানা পুলিশসহ প্রশাসনের কাছে দাবি জানান।

Scroll to Top