পটিয়া উপজেলা নির্বাচন : স্থগিত কেন্দ্রে ভোট চলাকালে মারামারি, সড়ক অবরোধ

চাটগাঁ নিউজ ডেস্ক : পটিয়া উপজেলা পরিষদ নির্বাচনের দিন স্থগিত হওয়া পূর্ব পিঙ্গলা সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে পুনরায় ভোটগ্রহণ চলাকালে আজ বুধবার সকাল ১০টায় সড়ক অবরোধ করা হয়েছে। পাশাপাশি ভোট দিয়ে বের হওয়ার পর এক ভোটারের মাথা ফাটিয়ে দিয়েছেন প্রতিপক্ষের লোকজন।

আহত ব্যক্তির নাম সিদ্দিক আহমদ ওরফে ফারুক। তাঁকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। আহত ব্যক্তি জানান, ভোট দিয়ে বের হওয়ার সময় কেন্দ্রের মুখে তাঁকে ভাইস চেয়ারম্যান প্রার্থী আবু সালেহ মো. শাহরিয়ারের লোকজন তাঁকে মারধর করেন। সিদ্দিকের বাড়ি পিঙ্গলা ১ নম্বর ওয়ার্ডে।

এ বিষয়ে পটিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জসীম উদ্দিন বলেন, মনে হয় দুই প্রার্থীর লোকজনের মধ্যে মারামারি হয়েছে। এদিকে, সকাল ১০টার দিকে ভোট কেন্দ্রের অদূরে পিঙ্গলার টেক এলাকায় একজন ভাইস চেয়ারম্যান প্রার্থীর অনুসারীরা গাছ ফেলে সড়ক অবরোধ করেন।

তাঁদের বুকেও ছিল উড়োজাহাজ প্রতীকের ব্যাজ। এ সময় তাঁরা ভোটার এবং সাধারণ লোকজনকে ভোটকেন্দ্রে যেতে বাধা দেন। এর আগে তারা পুলিশের সঙ্গে সংঘর্ষে জড়ান। পুলিশ ধাওয়া দিলে শুরুতে সড়ক অবরোধকারীরা সরে গেলেও পরে তাঁরা ফিরে এসে বড় বড় গাছ ফেলে সড়ক অবরোধ করেন। এ সময় ছবি তোলার চেষ্টা করলে সাংবাদিকদের হুমকি দেয় সড়ক অবরোধকারীরা।

ঘটনার বিষয়ে পটিয়া থানার ওসি জসীম উদ্দিন বলেন, ‘ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছি। সড়ক অবরোধ সরানো হয়েছে। এখন কোনো বাধা নেই। কেন্দ্রে শান্তিপূর্ণভাবে ভোট হচ্ছে।

আজ সকালে এই কেন্দ্রে শত শত মানুষ লাইনে দাঁড়ান ভোট দেওয়ার জন্য। সকাল সাড়ে ৯টা পর্যন্ত মানুষ স্বাভাবিকভাবে ভোট দিচ্ছিলেন৷ ১০টি বুথের সামনেই ভোটারের লাইন ছিল। সড়ক অবরোধের পর কেন্দ্রে ভোটার কমে যায়। পরে ১১টার মধ্যে পুরো কেন্দ্র খালি হয়ে যায়।

অবরোধের পর ভোটকেন্দ্র থেকে ভোটাররা চলে যান, ফাঁকা হয়ে পড়ে কেন্দ্রটি। আজ সকাল ১০টায় পটিয়ার পূর্ব পিঙ্গলা সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে।

চাটগাঁ নিউজ/এসআইএস

Scroll to Top