পঞ্চম দিনের শুনানিতে প্রার্থিতা ফিরে পেলেন আরো ৪৪ জন

চাটগাঁ নিউজ ডেস্ক: দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে রিটার্নিং কর্মকর্তাদের দেওয়া সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল করে পাঁচ দিনে ২৫৭ জন প্রার্থিতা ফিরে পেয়েছেন। সর্বশেষ বৃহস্পতিবার পঞ্চম দিনের শুনানিতে প্রার্থিতা ফিরে পেয়েছেন ৪৪ জন।

নির্বাচন কমিশনের (ইসি) আইন শাখার কর্মকর্তারা এ তথ্য জানিয়েছেন। প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়ালের নেতৃত্বাধীন কমিশনের আপিল শুনানির পঞ্চম দিনের শুনানিতে ৫২টি আবেদন নামঞ্জুর হয়েছে।

চারটি আবেদন শুনানি অপেক্ষাধীন। আর একটি আপিল আবেদনের বাদী অনুপস্থিত ছিলেন।

এর আগে বুধবার চতুর্থ দিনে ৯৯ জনের আপিল শুনানিতে প্রার্থিতা ফিরে পেয়েছেন ৪৫ জন। আপিল আবেদন নামঞ্জুর হয়েছে ৫২ জনের।

আর দুটি আবেদনের সিদ্ধান্ত হয়নি। মঙ্গলবার তৃতীয় দিনে ৬১ জন, সোমবার দ্বিতীয় দিনে ৫১ জন এবং রবিবার প্রথম দিনে ৫৬ জন প্রার্থিতা ফিরে পান।

রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে ৫৬১টি আপিল আবেদন জমা পড়েছিল। ১৫ ডিসেম্বর পর্যন্ত শুনানি করে আপিল আবেদনগুলো নিষ্পত্তি করবে নির্বাচন কমিশন।

এরপর ১৮ ডিসেম্বর হবে প্রতীক বরাদ্দ। ৭ জানুয়ারি অনুষ্ঠিত হবে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ।

Scroll to Top