চাটগাঁ নিউজ ডেস্ক : পচা মাংস ও অননুমোদিত কেমিক্যাল দিয়ে বিরিয়ানি তৈরি করে বিক্রি করছিল চট্টগ্রাম নগরের চকবাজার হাজী বিরিয়ানি হাউজ। অভিযানে অপরাধ প্রমাণিত হওয়ায় বিরিয়ানি হাউজটি বন্ধ করে দেওয়া হয়েছে। একইসঙ্গে একলাখ টাকা অর্থদণ্ড দেওয়া হয়।
রবিবার (২৮ জানুয়ারি) বিকেলে ভোক্তা অধিকার চট্টগ্রাম বিভাগীয় কার্যালয়ের সহকারী পরিচালক রানা দেব নাথ ও আনিছুর রহমান এ অভিযান পরিচালনা করেন।
এ বিষয়ে চকবাজার থানার ভারপ্রাপ্ত (ওসি) ওয়ালি উদ্দিন জানান, দুর্গন্ধযুক্ত পচা মাংস ব্যবহার করে অপরিষ্কার, অপরিচ্ছন্ন ও নোংরা পরিবেশে, অননুমোদিত কেমিক্যাল ব্যবহার করে বিরিয়ানি প্রস্তুত করছিল চকবাজারের হাজী বিরিয়ানি হাউজ। এসময় ভোক্তা অধিকার চট্টগ্রাম বিভাগীয় কার্যালয় অভিযান চালিয়ে হাতেনাতে ধরে। এসময় মালিক হাজী নাজমুল বিশ্বাসকে এক লাখ টাকা জরিমানা করে দোকানটি সিলগালা করে দেওয়া হয়।
চাটগাঁ নিউজ/এসএ