নৌকায় চড়ে এমপি হতে চান ফটিকছড়ির ২২ আ’লীগ নেতা

ফটিকছড়ি প্রতিনিধি: আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে ফটিকছড়ি সংসদীয় আসন হতে নৌকার মনোনয়ন চেয়েছেন স্থানীয় ২২  আওয়ামীলীগ নেতা। বিগত চার দিনে রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউস্থ কেন্দ্রীয় কার্যালয়ে উপস্থিত হয়ে মননোনয়ন ফরম সংগ্রহ করে জমা দেন নেতারা। জানা গেছে  দলের কাছে মনোনয়ন প্রত্যাশীর তালিকায় এটি চট্টগ্রাম জেলায়  সর্বোচ্চ সংখ্যা।

এদিকে, একটি সংসদীয় আসনের বিপরীতে অধিক সংখ্যক মনোনয়ন চাওয়া নিয়ে স্থানীয়দের মধ্যে দুই ধরনের প্রতিক্রিয়া লক্ষ্য করা যাচ্ছে। কেউ কেউ এটিকে ইতিবাচক হিসেবে দেখলেও বিপরীত মন্তব্যও করছেন অনেকেই।

বিগত চার দিনে ফটিকছড়ির যারা মনোনয়ন ফরম সংগ্রহ করে জমা দিয়েছেন তারা হলেন, উত্তর জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি ও জেলা পরিষদ চেয়ারম্যান এটিএম পেয়ারুল ইসলাম, সহ-সভাপতি আফতাব উদ্দিন চৌধুরী, সাংগঠনিক সম্পাদক ও সংরক্ষিত মহিলা আসনের এমপি খাদিজাতুল আনোয়ার সনি, ফটিকছড়ি উপজেলা পরিষদ চেয়ারম্যান এইচ এম আবু তৈয়ব, উত্তর জেলা আ’লীগের সাবেক শিল্প ও বানিজ্য বিষয়ক সম্পাদক ফখরুল আনোয়ার, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নাজিম উদ্দিন মুহুরী, কেন্দ্রীয় মহিলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সৈয়দা রাজিয়া মোস্তফা, উত্তর জেলা আওয়ামীলীগের আইন বিষয়ক সম্পাদক ব্যারিষ্টার তানজিবুল আলম, সম্পাদক মন্ডলীর সদস্য ইঞ্জিয়ার মো: হারুন,  সাবেক ছাত্রনেতা প্রবাসী মুহাম্মদ শাহহাজান, হাসিবুন সুহাদ চৌধুরী সাকিব, উপজেলা আ’ লীগ নেতা সাদাত আনোয়ার সাদী, আব্দুল কাইয়ুম, সরোয়ার উদ্দিন চৌধুরী শাহিন,কেন্দ্রীয় উপ কমিটির সদস্য সাবরিনা চৌধুরী, এম.আর আজিম, সালামত উল্লাহ চৌধুরী, বেলাল মোহাম্মদ নুরী, ইঞ্জিনিয়ার গোলাম নওশের আলী, খোরশেদ আলম জুয়েল ও  আনোয়ার হোসেন।

উল্লেখ্য ৩শ আসনের বিপরীতে ৩ হাজার দুই ৬২ জন নেতা দলের  মনোনয়ন চেয়েছেন । যা  ১৮ নভেম্বর সকালে শুরু হয়ে চলে ২১ নভেম্বর রাত ১০ টা পর্যন্ত। পাশাপাশি  অনলাইনেও  এবার মনোনয়ন ফরম বিক্রি করে আওয়ামীলীগ। ২২ নভেম্বর, মঙ্গলবার সন্ধ্যায় আ’ লীগের দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া গণমাধ্যমকে জানান, বিগত চার দিনে সর্বমোট তিন হাজার ৩৬২ জন মনোনয়ন ফরম কিনে নির্ধারিত বুথে জমা দিয়েছেন। তিনি আরো জানান বৃহস্পতিবার সকালে দলের পার্লামেন্টারি বোর্ডের সভায় আসনগুলোর মনোনয়ন চুড়ান্ত করা হবে।

Scroll to Top