দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোট আগামী ৭ জানুয়ারি। ইতোমধ্যে মনোনয়ন বিক্রি সম্পন্ন করেছে আওয়ামী লীগ। এবার দেশের ৬৪টি জেলার বিভিন্ন আসনে নৌকার প্রার্থী হতে ক্ষমতাসীন দলটির মনোনয়ন ফরম কিনেছেন ৩ হাজার ৩৬২ জন। তাদের মধ্যে শোবিজ জগতের কয়েকজন তারকাও রয়েছেন।
খোঁজ নিয়ে ঢাকা টাইমস এ পর্যন্ত এমন এক ডজন অভিনয়শিল্পী ও গায়ক-গায়িকার সন্ধান পেয়েছেন, যারা নৌকার প্রার্থী হওয়ার আশায় মনোনয়ন ফরম কিনেছেন এবং জমাও দিয়েছেন।
এর মধ্যে অভিনেত্রী শমী কায়সার ও রোকেয়া প্রাচী আওয়ামী লীগের মনোনয়ন ফরম কিনেছেন একই আসন থেকে, ফেনী-৩। সাবেক সংস্কৃতিমন্ত্রী ও অভিনেতা আসাদুজ্জামান নূর কিনেছেন নীলফামারী-২ আসনের মনোনয়ন ফরম। গায়িকা মমতাজ বেগম প্রার্থী হতে চান মানিকগঞ্জ-২ আসন থেকে। এরা সবাই আওয়ামী লীগের পুরোনো নেতা।
নতুনদের মধ্যে চিত্রনায়িকা মাহিয়া মাহি কিনেছেন চাঁপাইনবাবগঞ্জ-২ আসনের মনোনয়ন ফরম। এছাড়া আরেক চিত্রনায়িকা সিমলা ঝিনাইদহ-১, চিত্রনায়ক মাসুম পারভেজ রুবেল বরিশাল-৩, ড্যানি সিডাক ঢাকা-১০, সিদ্দিকুর রহমান ঢাকা-১৭ ও টাঙ্গাইল-১, চিত্রনায়ক শাকিল খান বাগেরহাট-৩, গায়ক এসডি রুবেল ঢাকা-৮ এবং সাজু আহমেদ কুমিল্লা-৩ আসনের জন্য নৌকার মনোনয়নপ্রত্যাশী।
ফেনী-৩ আসনের মনোনয়ন ফরম জমা দেওয়ার পর অভিনেত্রী রোকেয়া প্রাচীর বক্তব্য, ‘প্রধানমন্ত্রী যদি আমাকে মনোনয়ন দেন, তবে অবশ্যই নির্বাচনে অংশ নেব। যদি সে সুযোগ না পাই, তারপরও কাজ করব। আওয়ামী লীগ থেকে প্রার্থী আমি বা যে কেউ হোক, সেটা বড় কথা নয়। প্রার্থী যেই হোক, ভোট চাই নৌকায়। বিজয় হবে প্রধানমন্ত্রী শেখ হাসিনার। তাই নৌকার বিজয়ের লক্ষ্যে প্রচারণায় অংশ নিচ্ছি।’
মনোনয়নপত্র বিক্রির প্রথম দিনই চাঁপাইনবাবগঞ্জ-২ আসনের জন্য আওয়ামী লীগের মনোনয়ন ফরম কিনেছেন ও জমা দিয়েছেন চিত্রনায়িকা মাহিয়া মাহি।
আলোচিত এই অভিনেত্রী সাংবাদিকদের বলেন, ‘চাঁপাইনবাবগঞ্জ-২ আসনে নৌকা প্রতীকে নির্বাচনের জন্য আওয়ামী লীগের মনোনয়নপত্র সংগ্রহ করেছি। বাকিটা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ওপর নির্ভর করছে। তিনি যেটা ভালো মনে করবেন সেটাই করবেন। তবে এই আসন থেকে নির্বাচনে লড়ার জন্য আমি প্রস্তুত।’
বাগেরহাট-৩ আসন থেকে মনোনয়ন ফরম সংগ্রহ করা চিত্রনায়ক শাকিল খান বলেন, ‘রামপাল-মোংলার মাটি ও মানুষকে আমি ভালোবাসি। এই আসন থেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমাকে মনোনয়ন দিলে এলাকার মানুষের কল্যাণে কাজ করব।’
নায়ক বলেন, ‘এলাকায় অনেক কাজের সুযোগ রয়েছে। মোংলার এপার-ওপারকে সংযোগ করার জন্য একটি সেতু খুবই প্রয়োজন। এই সেতু করাসহ মানুষের কল্যাণে সবকিছু করার চেষ্টা করব। মোংলা-রামপালের মানুষ আমার পাশে আছেন। আশা করি, প্রধানমন্ত্রী আমাকে এই আসন থেকে দলীয় মনোনয়ন দেবেন।’
মনোনয়ন জমার শেষ দিন মঙ্গলবার মনোনয়ন জমা দিয়েছেন সংগীতশিল্পী এসডি রুবেল। এই গায়ক বলেন, ‘ঢাকা বিশ্ববিদ্যালয়, শান্তিনগর, সেগুন বাগিচা, পল্টন, রমনার আশপাশ এলাকা মিলে ঢাকা-৮ আসন। এই আসনেই আমার বাসা। তাই এখানেই মনোনয়ন চেয়েছি।’
মনোনয়ন পাবেন কি না প্রশ্নে এসডি রুবেল বলেন, ‘আমি আপনাদের মাধ্যমে জাতির উদ্দেশে বলতে চাই, জীবনের সার্থকতা আমার কাছে তখনই মনে হয়, যখন গানের পাশাপাশি মানুষের সেবা করা যায়। তাই আমার কাছে মনে হয়েছে যে, জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বের মাধ্যমে যদি জনসেবাটা করতে পারি, তাহলে আমার আর কিছু চাওয়ার নাই। আসলে আমার জনসেবা করতে চাওয়াটাই মুখ্য। যদি সুযোগ পাই সেটা করে যাবো।’
ঝিনাইদহ-২ আসনে নৌকার মাঝি হতে প্রথমবারের মতো আওয়ামী লীগের প্রার্থী হতে চান সিমলা। মঙ্গলবার মনোনয়ন কিনে সেদিনই জমা দেন ‘ম্যাডাম ফুলি’ খ্যাত এই নায়িকা।
বরিশাল-৩ আসনে নৌকার প্রার্থী হতে মঙ্গলবার মনোনয়ন ফরম জমা দেন চিত্রনায়ক রুবেল। তিনি বলেন, ‘সরাসরি জনগণের সেবা করতে হলে রাজনীতির কোনো বিকল্প নেই। তাছাড়া আমি রাজনীতিতে ছাত্রজীবন থেকেই জড়িয়ে আছি। অন্যদের মতো হঠাৎ করে আসিনি। মানুষজন আমাকে অনেক ভালোবাসে। আমি মনে করি আওয়ামী লীগ থেকে আমি যদি নমিনেশন পাই, তাহলে আমি জনগণের কাছে গিয়ে তাদের সেবা করতে পারব। তাদের দুঃখগুলো লাঘবে কাজ করব।’
ঢাকা-১৭ ও টাঙ্গাইল-১ আসন থেকে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন ফরম জমা দিয়েছেন ছোটপর্দার অভিনেতা সিদ্দিকুর রহমান। তিনি বলেন, ‘আমার জন্য দোয়া করবেন। নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী হতে চাচ্ছি। যেই স্বপ্ন নিয়ে রাজনীতিতে আমার পদার্পণ। আল্লাহ যেন আমার স্বপ্ন পূরণ করেন। আমি মানুষের জন্য কাজ করতে চাই।’
মনোনয়ন প্রত্যাশীদের মধ্যে অভিনেতা আসাদুজ্জামান নূর ও গায়িকা মমতাজ আওয়ামী লীগের বর্তমান সংসদ সদস্য। বাকিরা সবাই প্রথমবার দলটির মনোনয়নের আশায় ফরম কিনেছেন।
এর মধ্যে আবার অভিনেতা সিদ্দিকুর রহমান, নায়ক শাকিল খান এবং চিত্রনায়িকা মাহিয়া মাহি আগেও নৌকার প্রার্থী হতে আওয়ামী লীগের মনোনয়ন ফরম কিনেছেন। কিন্তু দল থেকে সবুজ সংকেত পাননি। সেই সংকেতের আশায় আরও একবার কিনলেন মনোনয়ন ফরম।