চাটগাঁ নিউজ ডেস্ক : গাজায় যুদ্ধ নিয়ে চাপে আছেন ইসরাইলের প্রধানমন্ত্রী বেনইয়ামিন নেতানিয়াহু। নিজ দলের মধ্য থেকেই বারবার তার সরে যাওয়ার চাপ এসেছে। এবার জানা গেলো, দেশের জনগণও আর তাকে চায় না। নতুন এক জনমত জরিপে উঠে এসেছে এই তথ্য। এতে দেখা গেছে, বেশিরভাগ ইসরাইলিই গত বছরের ৭ অক্টোবরের ঘটনার কারণে নেতানিয়াহুর পদত্যাগ চান।
জনমত জরিপের এই ফলাফল শুক্রবার (১২ জুলাই) ইসরাইলের চ্যানেল টুয়েলভ প্রকাশ করেছে। এতে দেখা যায়, জরিপে অংশ নেয়া লোকজনের শতকরা ৭২ ভাগ মানুষ বলেছে- প্রধানমন্ত্রী নেতানিয়াহুর পদত্যাগ করা উচিত। এরমধ্যে ৪৪ ভাগ বলেছে নেতানিয়াহুর দ্রুত ক্ষমতা ছাড়া উচিত; আর শতকরা ২৮ ভাগ বলেছে- গাজা যুদ্ধ শেষ হওয়ার পর নেতানিয়াহর পদত্যাগ করা উচিত।
গত ৭ অক্টোবর গাজা থেকে ইসরাইলে আচমকা অভিযান চালায় গাজার সশস্ত্র বাহিনী হামাস। হামলা চালিয়ে তারা প্রায় ১২০০ ইসরাইলিকে হত্যা করে। এছাড়া অপহরণ করে আরও প্রায় ২৫০ জনকে। ওইদিন থেকে গাজায় যুদ্ধ শুরু হলেও প্রায় প্রতিদিনই ইসরাইলের বিভিন্ন শহরে নেতানিয়াহুর পদত্যাগ, যুদ্ধ বন্ধ এবং বন্দিদের মুক্তির দাবিতে বিক্ষোভ মিছিল হচ্ছে।
৭ অক্টোবর গাজার প্রতিরোধ যোদ্ধাদের হামলা ঠেকানোর ব্যর্থতাকে ইসরাইলের গণমাধ্যম ভয়াবহ গোয়েন্দা ব্যর্থতা বলে চিহ্নিত করে আসছে। গত বৃহস্পতিবার ইসরাইলের যুদ্ধমন্ত্রী ইয়োভ গ্যালান্ট বলেছেন, ৭ অক্টোবরের হামলা মোকাবেলার ব্যর্থতা নিয়ে পূর্ণাঙ্গ তদন্ত হওয়া দরকার। তবে নেতানিয়াহু এই বক্তব্যেরও বিরোধিতা করেছেন। তিনি বলেছেন, এখন তদন্তের সময় নয় বরং যুদ্ধ বন্ধ হওয়ার পর এটি করা যাবে।
চাটগাঁ নিউজ/এআইকে