নিজস্ব প্রতিবেদক: চট্টগ্রাম নগরীর প্রবর্তক মোড় এলাকায় মধ্যরাতে ঝটিকা মিছিল বের করার ইস্যুতে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের দুই নেতাকে গ্রেফতার করেছে পুলিশ।
রোববার (১৭ নভেম্বর) রাতে নগরীর প্রবর্তক মোড় থেকে মিছিল বের হয়। মিছিলের এই ভিডিওটি পরবর্তী সময়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে।
নগর পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (এডিসি-মিডিয়া) কাজী মো. তারেক আজিজ জানান, নগরীর পাঁচলাইশ থানা পুলিশ দিদারুল আলম চৌধুরী দিদার (৪২) নামে একজনকে গ্রেফতার করেছে। তিনি চট্টগ্রাম আইন কলেজ ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক। চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থার অধীন ব্যাটমিন্টন কমিটির সাবেক চেয়ারম্যান। বৈষম্যবিরোধী আন্দোলনের সময় দোকানকর্মী ফারুক হত্যার ঘটনায় পাঁচলাইশ থানার মামলায় তাকে গ্রেফতার করা হয়েছে। চান্দগাঁও থানা পুলিশ মো. সজিব হোসেন মধু (২১) নামে অপর এক ছাত্রলীগ কর্মীকে গ্রেফতার করেছে। তিনি সরাসরি ওই মিছিলে অংশ নিয়েছিলেন বলে জানা গেছে।
পুলিশ জানায়, রোববার রাত আনুমানিক ১১টার দিকে ১০-১৫ জন যুবক প্রবর্তক মোড়ের পশ্চিমে মিমি সুপার মার্কেটের বিপরীতে পেট্রোল পাম্পের সামনে থেকে মিছিল বের করেন। মিছিলটি প্রবর্তক মোড় হয়ে বদনা শাহ মাজারের সামনে পর্যন্ত গিয়ে শেষ হয়। মিছিলে অংশ নেয়া যুবকদের সবার মুখে মাস্ক ছিল।
উল্লেখ্য, দিদারুল আলম চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আ জ ম নাছির উদ্দীনের অনুসারী হিসেবে পরিচিত।
চাটগাঁ নিউজ/ইউডি