পড়া হয়েছে: ২৯
চাটগাঁ নিউজ ডেস্ক : চট্টগ্রাম নগরের হালিশহর এলাকায় একটি নালা থেকে ট্রাকচালকের সহকারী আল আমিনের (২২) মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
শুক্রবার (৩১ মে) বিকেলে হালিশহর থানার টোল রোড এলাকায় কর্ণফুলী গ্যারেজসংলগ্ন একটি নালা থেকে মরদেহটি উদ্ধার করা হয়। নিহতের বাড়ি নোয়াখালী জেলায়।
হালিশহর থানার ওসি মো. কায়সার বলেন, স্থানীয় লোকজনের কাছ থেকে খবর পেয়ে মরদেহটি উদ্ধার করা হয়েছে। কালো রঙের টি-শার্ট ও জিন্স প্যান্ট পরা ওই মরদেহে কিছু দাগ দেখা গেছে। ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। তদন্ত শেষে বিস্তারিত জানা যাবে।
চাটগাঁ নিউজ/এসএ