নিজস্ব প্রতিবেদক: চট্টগ্রামের রেয়াজুদ্দিন বাজার স্টেশন রোডে ‘খুকি লাইফ স্টাইল’ নামে একটি ব্র্যান্ড শপ দোকান উদ্বোধনের কথা ছিল অভিনেত্রী মেহজাবীন চৌধুরীর। এ নিয়ে নিজের ফেসবুক প্রোফাইলে একটি পোস্টও দিয়েছিলেন। তবে ‘ব্যবসায়ী তাওহীদি জনতা’ নামে তামাকুমন্ডি লেইন কেন্দ্রিক একটি ব্যবসায়ী সংগঠনের বাঁধার মুখে পড়েন জনপ্রিয় এই অভিনেত্রী।
জানা গেছে, সংগঠনটির আড়ালে মূলত জামায়াত সমর্থিত ব্যবসায়ী নেতাদের বাঁধার মুখে শেষ পর্যন্ত আর শো-রুমটি উদ্বোধনে যেতে পারেননি। ফলে অভিনেত্রীকে ছাড়াই শো-রুমটির উদ্বোধনী আনুষ্ঠানিকতা সম্পন্ন করতে হয়েছে। তবে এই নিয়ে সংশ্লিষ্ট ব্যবসায়ী মহল থেকে শুরু করে নানান শ্রেণি-পেশার মানুষের মধ্যে মিশ্র প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে।
রেয়াজুদ্দিন বাজার সূত্রে জানা গেছে— অভিনেত্রী মেহজাবীন একজন নারী। আর একজন নারীকে দিয়ে ব্র্যান্ড শপ উদ্বোধন করালে ‘বাজারের ভাবমূর্তি বিনষ্ট হবে’ এমন ফতোয়া দিয়ে তামাকুমন্ডি লেইন বণিক সমিতির আংশিক একদল ব্যবসায়ী খুকি লাইফ স্টাইল কর্তৃপক্ষকে বাঁধা প্রদান করে। তারা রেয়াজুদ্দিন বাজার বণিক কল্যাণ সমিতিকে একই ভাবে অভিযোগ করে আসে, যাতে মেহজাবীন ঐ ব্র্যান্ড শপের দোকান উদ্বোধনে না আসেন।
শনিবার (২ নভেম্বর) দুপুর ২টার দিকে আর এস রোডে উক্ত ব্র্যান্ড শপটি উদ্বোধনের কথা ছিল মেহজাবীনের। এই উদ্দেশ্যে ঢাকা থেকে নিজ জন্মভূমি চট্টগ্রামেও এসেছিলেন। তবে চট্টগ্রামে আসলেও ঝামলোর আশঙ্কায় শো-রুম উদ্বোধন করতে যাননি তিনি। পরে বিকালে পতেঙ্গা সমুদ্র সৈকতে কিছুক্ষণ সময় কাটিয়ে সন্ধ্যায় ঢাকা ফিরে যান।
জানতে চাইলে রেয়াজুদ্দিন বাজার বণিক কল্যাণ সমিতির সভাপতি সালামত আলী চাটগাঁ নিউজ’কে বলেন, গতকাল আমি এটি উদ্বোধন করেছি। আজ অভিনেত্রী মেহজাবীন শুধু আনুষ্ঠানিক বিজ্ঞাপনী উদ্বোধন করার কথা ছিল। তবে তামাকুমন্ডি লেইন বণিক সমিতির কতিপয় ব্যবসায়ী কর্মকর্তা এসে আমাকে বলেন যে, মেহজাবীন যাতে এখানে না আসেন। তারা আবার প্রশাসনকেও এই নিয়ে অভিযোগ করেছেন। আমি থানা প্রশাসনকে নিরাপত্তা নিশ্চিতের আবেদন জানিয়েছিলাম। অভিযোগকারীদের মধ্যে ব্যবসায়ী মাওলানা আজগর আলী আলকরণ ওয়ার্ড জামাতের আমীর বলে জানান সালামত আলী।
এদিকে নারী’র ফতোয়া দিয়ে অভিনেত্রী মেহজাবীনের রেয়াজুদ্দিন বাজার প্রবেশ করতে না পারার বিষয়টি নিয়ে খোদ রেয়াজুদ্দিন বাজার,তামাকুমন্ডি লেইন ব্যবসায়ী ও ক্রেতা সাধারণের মধ্যে দেখা গেছে মিশ্র প্রতিক্রিয়া। ক্ষোভে ফুঁসছে চট্টগ্রামের নারী অঙ্গন।
চট্টগ্রাম মহানগর জাতীয়তাবাদী মহিলা দলের যুগ্ম সাধারণ সম্পাদক জিনাত আরা জিনু ‘চাটগাঁ নিউজ’কে বলেন, যেখানে নারীরা পৃথিবীতে নেতৃত্ব দিচ্ছে, সেখানে এই ধরণের ফতোয়া নিশ্চিত ভন্ডামি । দেশের বিভিন্ন সেক্টরে নারীরা এখন অগ্রগণ্য। সেখানে ‘নারী’ বলে অভিনেত্রী মেহজাবীনকে রেয়াজুদ্দিন বাজারে ব্র্যান্ড শপ উদ্বোধন করতে না দেয়ার বিষয়টি নিতান্তই মূর্খতার পরিচায়ক। এখন আর সেই কুসংস্কারের দিন নেই। এখন পরিবর্তনের দিন চলছে। এমন সময়ে দাঁড়িয়ে একজন নারীকে এভাবে অনুষ্ঠানে আসতে বাঁধা দেয়া মানে নারীকে অবমাননা করা।
নাম প্রকাশে অনিচ্ছুক রেয়াজুদ্দিন বাজারের একজন ব্যবসায়ী বলেন, ঈদের সময় এখানে অনেক নারী কর্মী পার্টটাইম চাকরি করেন দোকানের সেলসম্যান হিসেবে। কই এই নিয়ে তো কখনো কোন উচ্চ বাচ্য শোনা যায়নি। এখন মেহজাবীন নারী বলে দোকান উদ্বোধন করলে বাজারের ভাবমূর্তি নষ্ট হবে-এমন বিষয়টি নিতান্তই উদ্দেশ্যপ্রণোদিত।
এ বিষয়ে খুকি লাইফ স্টাইল শো-রুমের ম্যানেজার ইমদাদ বলেন, ‘ব্যক্তিগত কারণে মেহজাবীন আসতে পারেননি। উনাকে ছাড়াই উদ্বোধন অনুষ্ঠান শেষ হয়েছে। এর বেশি কিছু আমি জানিনা। সেগুলো ম্যানেজমেন্ট ভালো বলতে পারবে।
চাটগাঁ নিউজ/উজ্জ্বল/জেএইচ