বান্দরবান প্রতিনিধিঃ বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে ৩জন, ভাইস চেয়ারম্যান পদে ৩জন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৪জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন।
রবিবার (২১ এপ্রিল) মনোনয়নপত্র জমাদানের শেষ দিনে অনলাইনে মনোনয়নপত্র জমা দেন প্রার্থীরা।
নির্বাচন অফিসের তথ্যমতে চেয়ারম্যান পদে মনোনয়নপত্র জমা দেওয়া ৩ প্রার্থী হলেন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও বর্তমান উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মো. শফিউল্লাহ, সাবেক উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. তোফায়েল আহমেদ ও বিএনপি নেতা ইয়াহিয়া খান মামুন।
ভাইস চেয়ারম্যান পদে মনোনয়নপত্র জমা দেওয়া প্রার্থীরা হলেন, বর্তমান ভাইস চেয়ারম্যান মংলায়ে মার্মা, সাবেক ভাইস চেয়ারম্যান ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান মো. কামাল উদ্দিন ও শাহাজাহান কবির।
এছাড়া মহিলা ভাইস চেয়ারম্যান পদে মনোনয়নপত্র জমা দেওয়া প্রার্থীরা হলেন, আওয়ামী যুব মহিলা লীগ নাইক্ষ্যংছড়ি উপজেলার সাধারণ সম্পাদক সাংবাদিক সানজিদা আক্তার রুনা, বর্তমান মহিলা ভাইস চেয়ারম্যান শামীমা আক্তার, সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান হামিদা চৌধুরী এবং সদর ইউনিয়নের মহিলা মেম্বার কাজী রাশেদা আক্তার পাখি।
বিষয়টি নিশ্চিত করে বান্দরবান জেলা নির্বাচন অফিসার এসএম শাহাদাত হোসেন চাটগাঁ নিউজকে জানান, মনোনয়নপত্র জমাদানের শেষ দিনে বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলায় চেয়ারম্যান পদে ৩জন, পুরুষ ভাইস চেয়ারম্যান পদে ৩ জন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৪ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন। মনোনয়নপত্র বাছাই ২৩এপ্রিল, প্রতীক বরাদ্দ ২মে ও ২১মে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে বলে জানান তিনি।
চাটগাঁ নিউজ/এসবিএন