নতুন বছরে ইয়াশ-তটিনী কাছাকাছি

বিনোদন ডেস্ক: ইংরেজি নতুন বছরের জন্য কথা সাহিত্যিক ও নাট্যনির্মাতা মারুফ হোসেন সজীব সময়ের আলোচিত দর্শকপ্রিয় জুটি ইয়াশ–তটিনী’কে নিয়ে নির্মাণ করেছেন ‘কাছাকাছি দুইজন’ শিরোনামের একটি নাটক।

এর আগে সজীব ইয়াশ রোহানকে নিয়ে ‘কথা বন্ধু’ ও ‘খুশী’ নামের দুটি নাটক নির্মাণ করেছিলেন। ‘কথা বন্ধু’ গেল বছরের শুরুর দিকে প্রচারিত হয়েছে। আর ‘খুশী’ নাটকটি আসছে ভালোবাসা দিবসে প্রচার হবে। ‘কাছাকাছি দুইজন’ নাটকের গল্প ও চিত্রনাট্য মারুফ হোসেন সজীবের।

নাটকটিতে অভিনয় প্রসঙ্গে ইয়াশ রোহান বলেন, নির্মাতা মারুফ হোসেন সজীবের চেয়ে নাট্যকার বা লেখক মারুফ হোসেন সজীবকে আমার বেশি ভালো লাগে। নিঃসন্দেহে এটাও সত্যি যে একজন নির্মাতা হিসেবেও তিনি দারুণ। তবে আবারও বলতে হয় আমি তার লেখা খুব পছন্দ করি, তার স্ক্রিপ্ট আমার ভীষণ পছন্দ। যে কারণে সজীব ভাইয়ের সঙ্গে আমার অনেক কথা হয় অনেক স্ক্রিপ্ট নিয়ে গল্প নিয়ে। আর তটিনী আমার ভালো একজন বন্ধু, তার অভিনয়ও আমার ভীষণ ভালো লাগে। সে শতভাগ মনোযোগ দিয়েই কাজ করার চেষ্টা করে।

তানজিম সাইয়ারা তটিনী বলেন, প্রথমবার সজীব ভাইয়ের নির্দেশনায় তার টিমের সঙ্গে কাজ করা। ভালো লেগেছে কাজ করতে। ইয়াশ ভাইয়ার সঙ্গে একসঙ্গে অনেক নাটকে কাজ করা হয়েছে। একসঙ্গে কাজ করতে করতে এখন বেশ স্বাচ্ছন্দ্যবোধ করি তার সঙ্গে অভিনয় করতে।

চাটগাঁ নিউজ/জেএইচ

Scroll to Top