নগরে আরও ৩১ আওয়ামী নেতাকর্মী গ্রেপ্তার

চাটগাঁ নিউজ ডেস্ক: চট্টগ্রাম নগরের বিভিন্ন থানায় গত ২৪ ঘণ্টায় অভিযান চালিয়ে আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের ২৮ নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। এছাড়াও ‘অপারেশন ডেভিল হান্ট’ অভিযানে ৩ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) দিবাগত রাতে থানার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারদের মধ্যে কোতোয়ালী থানার অভিযানে হাবিবুর রহমান (২৯), মো. সোহেল (২৪), সমির উদ্দিন (৩৪), চান্দগাঁও থানার অভিযানে মো. রাকিব (২৪), মো. রাজু (৩৫), বায়েজিদ বোস্তামী থানার অভিযানে মো. জাকির (২৮), আকবরশাহ থানার অভিযানে মো. শিপন (২৫), বাকলিয়া থানার অভিযানে মো. নুর হোসেন ওরফে নুরু (৪৫), মো. শাখাওয়াত হোসেন, শিউলি ইয়াসমিন (৪৬), হালিশহর থানার অভিযানে আবুল হাসেম (৫৪), সাইফুল ইসলাম (২৬), সাইফুল ইসলাম (২৪), পাহাড়তলী থানার অভিযানে আবদুল্লাহ আল মামুন (৩২), খুলশী থানার অভিযানে জাহাঙ্গীর আলম (৩৯), ডবলমুরিং মডেল থানার অভিযানে আব্দুল মাসুদ (৪২), আলাউদ্দিন আলো (৩৫), মো. শাওন (২০), পতেঙ্গা মডেল থানার অভিযানে মো. মঞ্জু আলম (৪০), ইপিজেড থানার অভিযানে আজাদ (৪৫), সদরঘাট থানার অভিযানে সানজিদুল ইসলাম চৌধুরী ওরফে রিজভী (১৯), মাসুদ আলম (৩০), পাঁচলাইশ মডেল থানার অভিযানে জুবায়ের হোসেন সাগর (২০), সাইফুল (২৮), প্রিয়ান্ত শীল (২০), কর্ণফুলী থানার অভিযানে মোহাম্মদ নুর (৪৫), রমজান আলী (৫৫) এবং চকবাজার থানার অভিযানে গোলাম সরোয়ার আলিফ (২১), যুবলীগ কর্মী মো. রমজান আলী (৫৫), মো. নুর (৪৮) এবং ইমরান হোসেনসহ (৩২) মোট ৩১ জনকে গ্রেপ্তার করা হয়।

এসব তথ্য নিশ্চিত করেন চট্টগ্রাম মহানগর পুলিশের (সিএমপি) মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগের অতিরিক্ত উপকমিশনার (এডিসি) মাহমুদা বেগম। তিনি জানান, মঙ্গলবার দুপুর ১২টা থেকে বুধবার দুপুর ১২টা পর্যন্ত ২৪ ঘণ্টায় নগরের বিভিন্ন থানা এলাকায় অভিযান পরিচালনা করে ২৮ জনকে গ্রেপ্তার করা হয়েছে। তারা বিভিন্ন মামলার আসামি।

অন্যদিকে, অপারেশন ডেভিল হান্ট’অভিযানে ৩ জনকে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন চান্দগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আফতাব উদ্দিন। তিনি জানান, অপারেশন ডেভিল হান্ট অভিযানে ৩জনকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

চাটগাঁ নিউজ/এমকেএন

Scroll to Top