চাটগাঁ নিউজ ডেস্ক : চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীর মুক্তির দাবিতে হওয়া সহিংসতায় নিহত অ্যাডভোকেট সাইফুল ইসলাম আলিফের (৩৫) নামাজে জানাজা বুধবার সকাল ১১টায় নগরের জমিয়াতুল ফালাহ ময়দানে অনুষ্ঠিত হবে।
এছাড়াও পৃথক পৃথক সময়ে চট্টগ্রাম আদালত প্রাঙ্গণ ও নিউমার্কেট জুলাই বিপ্লব চত্বরেও নামাজে জানাজা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
তবে বিকেলে লোহাগাড়ার চুনতিতে সর্বশেষ নামাজে জানাযা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে জানা গেছে।
এরআগে মঙ্গলবার (২৬ নভেম্বর) জাতীয় পতাকা অবমাননা মামলায় অভিযুক্ত সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীর মুক্তির দাবিতে আদালত এলাকায় সংঘর্ষের ঘটনা ঘটে। এতে তরুণ আইনজীবী সাইফুল ইসলাম আলিফ নিহত হন। একই ঘটনায় আহত হয়েছেন আরও অনেকে।
নিহত আইনজীবী সাইফুল ইসলাম আলিফের বাড়ি চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার চুনতি ইউনিয়নে। তিনি ওই এলাকার জালাল উদ্দীনের ছেলে। চট্টগ্রাম আদালতে সহকারী তিনি পিপি হিসেবে কর্মরত ছিলেন।
চাটগাঁ নিউজ/এসএ