নগরে আ.লীগের আরও ২০ নেতাকর্মী আটক

চাটগাঁ নিউজ ডেস্ক: চট্টগ্রাম মহানগরের বিভিন্ন থানায় অভিযান চালিয়ে আওয়ামী লীগ, যুবলীগ ও নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের আরও ২০ নেতাকর্মীকে আটক করেছে পুলিশ।

শুক্রবার (৭ ফেব্রুয়ারি) ও শনিবার (৮ ফেব্রুয়ারি) নগরের বিভিন্ন জায়গা থেকে তাদের আটক করা হয়।

যারা আটক হলেন— মো. রাসু (১৯), মো. সৌরভ (২০), মো. জোবায়ের হোসেন রানা (২০), মো. সিফাইতুল্লাহ আজম ওয়াছি (১৭), মো. আরাফাত রহমান (২৪), মো. ইসমাইল (৫৮), তন্ময় সেন ওরফে শিবু, মো. এমরান হোসেন মনির (৪৪), জাবেদ উদ্দিন সাজু (৪০), মো. দিলু মিয়া ওরফে দেলোয়ার (৩৫), রাজিবুর রহমান রুবেল (৩৭), রেখা আলম চৌধুরী (৫০), মো. কামরান উদ্দিন (৩৬), মো. হানিফ (৩৫), মো. কায়েস (২২), মো. আরিফ হোসেন (২১), গাফফার হোসেন (৩৩), আক্তার জালাল বাবু (৩৪), মো. সোহেল (৪৮) এবং রাসেল আহমেদ (৩৮)।

চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপ-কমিশনার (এডিসি) মাহমুদা বেগম , ‘নগরের বিভিন্ন থানায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে দায়ের হওয়া মামলাসহ সন্ত্রাসবিরোধী আইনে গত ২৪ ঘণ্টায় ২০ জনকে আটক করা হয়েছে। নগরের নিরাপত্তায় এ অভিযান চলমান রয়েছে।’

চাটগাঁ নিউজ/এমকেএন

Scroll to Top