চাটগাঁ নিউজ ডেস্ক: চট্টগ্রাম নগরীর ইপিজেড থানাধীন আকমল আলী ঘাটের জেলেপাড়ায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। পুড়েছে ইলিশ ধরার বোটসহ বেশি কিছু জাল।
শনিবার (১৬ নভেম্বর) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে আউটার রিং রোড সংলগ্ন আকমল আলী ঘাটে এ অগ্নিকাণ্ডের ঘটনাটি ঘটে। মশার কয়েল থেকে এই আগুনের সূত্রপাত বলে জানা গেছে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, আউটার রিং রোডের আকমল আলী প্রান্তে সাগরে মাছ ধরার জাল রাখার কয়েকটি টিনের ঘর রয়েছে। সেখানেই জেলেরা মাছ ধরা শেষে জাল রাখেন। ওই ঘরগুলোতে হঠাৎ আগুন লেগে তা ছড়িয়ে পড়ে অন্য ঘরগুলোতেও। আর তাতে পুড়েছে কয়েক লাখ টাকার জাল । জানা গেছে, সাগরে ইলিশ ধরার প্রস্তুতি নিয়ে জালগুলো তৈরী করে রাখা হয়েছিল। এছাড়া বেশকিছু বসতঘর, খাবার হোটেল, মুদি দোকান, ভাঙ্গারি দোকান, জেলেদের জাল রাখার ঘরসহ ৩৭ টি দোকান পুড়ে ছাই হয়েছে।
ফায়ার সার্ভিস চট্টগ্রাম বিভাগীয় নিয়ন্ত্রণ কক্ষের অপারেটর নজরুল ইসলাম বলেন, আগুন লাগার বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, রাত সাড়ে ১২টার দিকে আমরা আগুন লাগার খবর পাই। সিইপিজেড এবং কেইপিজেড ফায়ার স্টেশনের দুটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে যোগ দিয়েছে। এছাড়া আগ্রাবাদ ফায়ার স্টেশনের একটি ইউনিট পরে যোগ দিয়েছিল।
চাটগাঁ নিউজ/জেএইচ