পড়া হয়েছে: ১৯
চাটগাঁ নিউজ ডেস্ক: চট্টগ্রাম নগরীর চান্দগাঁওয়ে ধর্ষণ মামলায় মোঃ মঞ্জু (৩০) নামের এক যুবককে গ্রেপ্তার করা করেছে চান্দগাঁও থানা পুলিশ।
গ্রেপ্তার মোঃ মঞ্জু ভোলা জেলার বর্তমানে চট্টগ্রাম নগরীর চকবাজার ইউনুছ কলোনী হারিশাহ মাজার গেট এলাকার নুরুজ্জামানের ছেলে।
রবিবার (২২ ডিসেম্বর) দিবাগত রাত সাড়ে তিনটার দিকে নগরীর চান্দগাঁও থানা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে পুলিশ। গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন চান্দগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আফতাব উদ্দিন।
তিনি বলেন, ধর্ষণ মামলার এক আসামিকে গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়েছে।
চাটগাঁ নিউজ/জেএইচ