নগরীতে ডেঙ্গুতে আরও এক নারীর মৃত্যু, হাসপাতালে ভর্তি ১২৮

সিপ্লাস ডেস্ক: গত ২৪ ঘণ্টায় চট্টগ্রামে নতুন করে ডেঙ্গুতে আক্রান্ত হয়েছে ১২৮ জন। এ নিয়ে চলতি মাসে ১ হাজার ৫৬৪ জন ডেঙ্গু আক্রান্ত হয়েছে।

এছাড়া একই দিন জান্নাতুল ফেরদৌস নামে এক নারীর মৃত্যু হয়েছে।

গতকাল বুধবার (১৩ সেপ্টেম্বর) চট্টগ্রাম সিভিল সার্জন কার্যালয় থেকে এ তথ্য জানানো হয়।

এর আগেও একজন মৃত্যুর খবর দেয় স্বাস্থ্য বিভাগ।

ডেঙ্গুতে মৃত্যু হওয়া জান্নাতুল ফেরদৌস নামে ওই নারী কর্ণফুলী উপজেলার বাসিন্দা। তার ২৮ বয়স বছর।

সিভিল সার্জন কার্যালয়ের তথ্যানুযায়ী, ডেঙ্গু উপসর্গ নিয়ে ৯ সেপ্টেম্বর রাতে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতালে ভর্তি করা হয় ওই নারী। হাসপাতালে ভর্তির পর পরীক্ষায় তার ডেঙ্গু শনাক্ত হয়। পরে ১২ সেপ্টেম্বর রাতেই তিনি মারা যান।

এদিকে, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত ১২৮ জনের মধ্যে সরকারি হাসপাতালে ভর্তি রয়েছে ৭৫ জন এবং বেসরকারি হাসপাতালে ভর্তি আছেন ৫৩ জন রোগী।

এবছর এখন পর্যন্ত চট্টগ্রামে ডেঙ্গু আক্রান্ত হয়েছে ৭ হাজার ৩৫১ জন। এর মধ্যে চলতি সেপ্টেম্বর মাসেই ডেঙ্গু আক্রান্ত রোগী মিলেছে ১ হাজার ৫৬৪ জন। অন্যদিকে এবছর ডেঙ্গুতে ৬৩ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে সেপ্টেম্বর মাসেই মারা গেছেন ১০ জন।

Scroll to Top