নগরীতে ডাকাতির প্রস্তুতিকালে আটক ৬ ডাকাত

চাটগাঁ নিউজ ডেস্কঃ নগরীতে সিএমপি পুলিশের অভিযানে ডাকাতির প্রস্তুতিকালে ৪টি টিপছোড়াসহ ৬ সদস্যকে আটক করা হয়েছে।

সোমবার (২৫ মার্চ) গোপন সংবাদের ভিত্তিতে কোতোয়ালী থানাধীন রেলওয়ে পলোগ্রাউন্ড বহুমুখী উচ্চ বিদ্যালয়ের সামনে পাঁকা রাস্তা থেকে আসামিদের আটক করা হয়।

আটককৃতরা হলেন মো. ওবায়দুল হাসান (৩৫), মো. হেলাল (৪৯), লেদু প্রকাশ আলা উদ্দিন প্রকাশ হাসান (৩৫), মো. সুজন (৩৩), মো. সোহেল প্রকাশ কাউছার (২৪) ও মোঃ হাসান তারেক (২৪)।

সিএমপি পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে এসআই মনিরুল আলম খোরশেদ, মো. মেহেদী হাসান, এসআই মুহাম্মদ মোশাররফ হোসাইন, এসআই মিজানুর রহমান চৌধুরী, এএসআই রনেশ বড়ুয়া সঙ্গীয় ফোর্সসহ আসামীদের অবস্থান শনাক্ত করে তাদের আটক করতে সক্ষম হয়। এসময় তাদের থেকে ৪টি টিপছোড়া জব্দ করা হয়। আসামিদের প্রত্যেকের বিরুদ্ধে নগরীর কোতোয়ালী থানাসহ বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে। উক্ত বিষয়ে নগরীর কোতোয়ালী থানায় একটি নিয়মিত মামলা রুজু করা হয়।

চাটগাঁ নিউজ/এসবিএন