২২ লাখ টাকাসহ ১৯ ভরি স্বর্ণালংকার চুরি, একজন ধরা

চাটগাঁ নিউজ ডেস্কঃ নগরীর কোতোয়ালী থানাধীন হাজারী গলি থেকে চুরির অভিযোগে একজনকে গ্রেফতার করেছে পুলিশ।

রবিবার (১০ মার্চ) দুপুরের দিকে চান্দগাঁও থানা পুলিশ গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।

এর আগে জানুয়ারির ২০ তারিখ রাতে অজ্ঞাতনামা চোর মীর মোহাম্মদ সম্রাট বাবর হোছাইনের চান্দগাঁও আবাসিকের শাখাওয়াত ভিলার ৫ম তলার বাসার জানালার গ্রিল কেটে প্রবেশ করে নগদ ২২ লাখ টাকা, ১৯ ভরি স্বর্ণালংকার ও ১টি আইফোন চুরি করে নিয়ে যায়। এ ঘটনায় চাঁন্দগাও থানার মামলা দায়ের করা হয়। ২৭ জানুয়ারি ওই মামলা সংক্রান্ত তদন্তে প্রাপ্ত আসামি নুরুল হক বাবুকে গ্রেফতার করে আদালতে সোপর্দ করা হয়েছিলো।

এ বিষয়ে চান্দগাঁও থানায় উপ-পরিদর্শক (এসআই) ও মামলার তদন্তকারী কর্মকর্তা মুহাম্মদ আলম খাঁন চাটগাঁ নিউজকে জানান, গতকাল রাতে চট্টগ্রাম নগরীর কোতোয়ালী থানাধীন হাজারী গলি এলাকা থেকে আসামি লিটন চক্রবর্তীকে গ্রেফতার করা হয়। এসময় তার থেকে চুরি হওয়া স্বর্ণের গলিত ১টি বার ও স্বর্ণ বিক্রয়ের নগদ ৪ লাখ ২ হাজার টাকা জব্দ করা হয়। তাকে আদালতে প্রেরণ করা হয়েছে বলে জানান তিনি।

চাটগাঁ নিউজ/এসবিএন

Scroll to Top