নগরীতে খালে পড়ে শিশু নিহত, মরদেহ উদ্ধার

চাটগাঁ নিউজ ডেস্ক : চট্টগ্রাম মহানগরীর বন্দর থানার খালের পানিতে ডুবে সাহেদুল ইসলাম  জসিম (৮) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। খেলতে গিয়ে অসতর্কতাবশত শিশুটি খালে পড়ে যেতে পারে এমন ধারণা করছে পুলিশ।

আজ রবিবার (৯ জুন) দুপুরে আবিদার পাড়া নাছির খাল থেকে শিশুটির মরদেহ উদ্ধার করা হয়।

সিএমপির সহকারী পুলিশ কমিশনার (বন্দর) মাহমুদুল হাসান বিষয়টি নিশ্চিত করেন।

নিহত শিশু জসিম নোয়াখালী জেলার কবিরহাট সুন্দরপুর এলাকার আকবর হোসেনের ছেলে। স্থানীয় একটি স্কুলের প্রথম শ্রেণিতে পড়াশোনা করতো সে। নগরীর ডবলমুরিং থানার বিল্লাপাড়া এলাকায় জাহাঙ্গীরের ভাড়া বাসায় থাকে। তার বাবা আকবর হোসেন পেশায় রিকশাচালক।

স্থানীয়রা জানায়, শনিবার (৮ জুন) সন্ধ্যা থেকেই নিখোঁজ হয় শিশু জসিম। অনেক খোঁজাখুঁজি করেও পায়নি তার পরিবার। আজকে থানায় গিয়ে সাধারণ ডায়েরি করার উদ্যোগ নিয়েছিল শিশুটির বাবা।এরইমধ্যে স্থানীয়দের কাছ থেকে ওই শিশুর মরদেহ পাওয়ার খবর পেয়ে পুলিশ গিয়ে উদ্ধার করে।

বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনজুর কাদের মজুমদার জানান, খবর পেয়ে সকালে মরদেহটি উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।

চাটগাঁ নিউজ/এসআইএস

Scroll to Top