ধারের টাকা ফেরত চাওয়ায় ছুরিকাঘাতে হত্যাচেষ্টা মামলা

চাটগাঁ নিউজ ডেস্ক: দক্ষিণ চট্টগ্রামের কর্ণফুলী উপজেলায় প্রতিবেশীর কাছে পাওনা টাকা চাইতে গিয়ে ছুরিকাঘাতে মো. রাসেল (২৪) নামে এক যুবক গুরুতর আহত হয়েছেন। এ ঘটনায় মঙ্গলবার (২৪ ডিসেম্বর) রাতে ৪ জনের নাম উল্লেখ করে কর্ণফুলী থানায় মামলা দায়ের করেছেন ভুক্তভোগী ওই যুবক।

মামলার বিষয়টি নিশ্চিত করেছেন কর্ণফুলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ শরীফ।

অভিযুক্তরা হলেন— কর্ণফুলী উপজেলার চরলক্ষ্যা (৫ নম্বর ওয়ার্ড) রমজু বলির বাড়ির মোহাম্মদ ইউসুফের চার ছেলে মোহাম্মদ মামুন (২৩), মোহাম্মদ সুমন (২৫), মোহাম্মদ হাকিম (২৭) এবং আবদুর শুকুর (৩৭)। ভুক্তভোগী ও মামলার বাদী রাসেল একই এলাকার হাসেম মেম্বারের বাড়ির মৃত ইলিয়াসের ছেলে।

মামলার এজাহার সূত্রে জানা গেছে, মামলার বাদী রাসেল ও ২নম্বর আসামি সুমন একই এলাকার। তাদের মধ্যে সু-সম্পর্ক থাকায় বিগত ১ মাস আগে রাসেলের কাছ থেকে দুই হাজার টাকা ধার নেন সুমন। পরে ধারের টাকা আজ বা কাল দিবে বলে কালক্ষেপন করতে থাকেন।

পরে গত ১১ ডিসেম্বর সকালে সুমনের কাছ থেকে পাওনা টাকা ফেরত চাইলে রাসেল কে বেধড়ক মারধরসহ প্রাণনাশের হুমকি দেন।

পরবর্তীতে গত ১৩ ডিসেম্বর সকাল পৌনে ১১টার দিকে কর্ণফুলী উপজেলার (চরলক্ষ্যা ৫নম্বর ওয়ার্ড) রুস্তম সওদাগরের দোকানের পিছনে রাস্তায় বিবাদীরা রাসেলকে গাছের বাটাম দিয়ে বেধড়ক শরীরের বিভিন্ন অংশে মারধর করার পর বুকে ছুরিকাঘাত করে।

এসময় রাসেলের শোরচিৎকারের স্থানীয়রা এগিয়ে আসলে বিবাদীরা পালিয়ে যান। পরে স্বজনরা রাসেলকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল হাসপাতালে নিয়ে যায়।

এ ব্যাপারে কর্ণফুলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ শরীফ বলেন, এ ঘটনায় থানায় মামলা হয়েছে। আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

চাটগাঁ নিউজ/জেএইচ

Scroll to Top