চাটগাঁ নিউজ ডেস্ক: সদ্য বিদায়ী জানুয়ারি মাসে তিন দফা বাড়ার পর দেশের বাজারে ফের বেড়েছে স্বর্ণের দাম। এর ফলে সবচেয়ে ভালো মানের বা ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম ২ হাজার ৯৯ টাকা বেড়ে ১ লাখ ৪৪ হাজার ৮৯০ টাকা হয়েছে। দেশের বাজারে স্বর্ণের দামে এটি রেকর্ড।
শনিবার (১ ফেব্রুয়ারি) বাংলাদেশ জুয়েলার্স সমিতির (বাজুস) মূল্য নির্ধারণ ও মূল্য পর্যবেক্ষণ স্থায়ী কমিটির চেয়ারম্যান মাসুদুর রহমানের সই করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। আগামীকাল রবিবার থেকে নতুন দাম কার্যকর হবে।
দাম বাড়ার ফলে প্রতি ভরি ২১ ক্যারেট স্বর্ণ ১ লাখ ৩৮ হাজার ৩০০ টাকায়, ১৮ ক্যারেটের প্রতি স্বর্ণ ১ লাখ ১৮ হাজার ৫৪১ টাকায় ও সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণ ৯৭ হাজার ৪৭৬ টাকায় বিক্রি হবে।
তবে স্বর্ণেরর দাম বাড়লেও অপরিবর্তিত থাকবে রুপার দাম। ক্যাটাগরি অনুযায়ী বর্তমানে ২২ ক্যারেটের প্রতি ভরি রুপা ২ হাজার ৫৭৮ টাকা, ২১ ক্যারেটের প্রতি ভরি রুপা ২ হাজার ৪৪৯ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি রুপা ২ হাজার ১১১ টাকা ওসনাতন পদ্ধতির প্রতি ভরি রুপা দাম ১ হাজার ৫৮৬ টাকায় বিক্রি হচ্ছে।
উল্লেখ্য, এর আগে সবশেষ গত ২৯ জানুয়ারি স্বর্ণের দাম বাড়ানো হয়। যা পরের ৩০ জানুয়ারি থেকে কার্যকর হয়। তখন ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম ১ হাজার ৩৬৫ টাকা বাড়িয়ে ১ লাখ ৪২ হাজার ৭৯১ টাকা নির্ধারণ করা হয়।
চাটগাঁ নিউজ/জেএইচ