দেড়শ ভরি স্বর্ণ গায়েব : আজ রাতে মামলা হবে থানায়

চাটগাঁ নিউজ ডেস্ক : ইসলামী ব্যাংক চট্টগ্রামের চকবাজার শাখার লকার থেকে এক গ্রাহকের ১৫০ ভরি স্বর্ণ গায়েবের ঘটনায় আজ সোমবার রাতে থানায় মামলা দায়ের হচ্ছে।  আজ আদারতে মামলা হওয়ার কথা থাকলেও সিদ্ধান্ত পরিবর্তন করে ভুক্তভোগী মামলা করবেন থানায়।

আজ সোমবার (৩ জুন) দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন ভুক্তভোগী রোকেয়া বারীর ছেলে ডা. রিয়াদ মোহাম্মদ মারজুক। তিনি বলেন, ‘ইসলামী ব্যাংক চকবাজার শাখার লকার থেকে আমার মায়ের প্রায় দেড়শ ভরি স্বর্ণালংকার চুরির ঘটনায় আজ আদালতে আমরা মামলা করার সিদ্ধান্ত নিয়েছিলাম। কিন্তু এখন সিদ্ধান্ত পরিবর্তন করে চকবাজার থানায় মামলা করার প্রস্তুতি নিয়েছি।’

রিয়াদ মোহাম্মদ মারজুক বলেন, ‘আমাদের সব প্রস্তুতি সম্পন্ন। রাতে থানায় যাব। ভারপ্রাপ্ত কর্মকর্তার সাথে কথা বলে মামলা দায়ের করব।’

চকবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওয়ালি উদ্দিন আকবর বলেন, ‘ভুক্তভোগী এখনো থানায় আসেনি মামলা করতে। আসলে মামলা নেওয়া হবে।’

এর আগে নগরের বেভারলি হিল এলাকার বাসিন্দা ও ইসলামী ব্যাংকের গ্রাহক রোকেয়া বারী তার লকারে রাখা প্রায় ১৪৯ ভরি স্বর্ণ গায়েবের অভিযোগ তুলেছেন। তার দাবি ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীরা এই স্বর্ণ চুরি করেছেন।

গত ২৯ মে লকার ইনচার্জের সঙ্গে তিনি লকার রুমে প্রবেশ করে দেখতে পান যে, তার লকারটি খোলা এবং সেখানে কোনো গহনা নেই। পরে তিনি চকবাজার থানায় একটি সাধারণ ডায়েরি করতে গেলে বিষয়টি প্রকাশ্যে আসে।

চাটগাঁ নিউজ/এসআইএস

Scroll to Top