পড়া হয়েছে: ৩৫
চাটগাঁ নিউজ ডেস্ক: সমাজের দরিদ্র মানুষের মাঝে ঈদের আনন্দ ছড়িয়ে দিতে অসচ্ছল মানুষদের পাশে দাঁড়াতে বিত্তবানদের প্রতি আহ্বান জানিয়েছেন চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র রেজাউল করিম চৌধুরী।
শুক্রবার (৫ এপ্রিল) দুপুরে নগরীর বহদ্দারহাটে নিজ বাসভবনে ঈদুল ফিতর উপলক্ষে গরীব-দুঃস্থদের মাঝে উপহার বিতরণ অনুষ্ঠানে তিনি একথা বলেন।
এসময় মেয়র রেজাউল করিম চৌধুরী বলেন, ‘দরিদ্র মানুষদের মাঝে ঈদের আনন্দ ছড়িয়ে দিতে প্রতি বছরের মতো এবারও অস্বচ্ছল মানুষদের মাঝে ঈদবস্ত্র বিতরণ করছি। সমাজের বিত্তবানদের প্রতি অনুরোধ আপনারাও দরিদ্রদের পাশে দাঁড়ান। বিলাসী ঈদ উদযাপনের পরিবর্তে দরিদ্রদের পাশে দাড়িয়ে সম্মিলিতভাবে আনন্দের ঈদ উদযাপন করুন।’
চাটগাঁ নিউজ/এমআর