চাটগাঁ নিউজ ডেস্ক: চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র এম রেজাউল করিম চৌধুরীর গাড়ির সঙ্গে সিএনজিচালিত অটোরিকশার সংঘর্ষের ঘটনা ঘটেছে। এই দুর্ঘটনায় মেয়র অক্ষত থাকলেও গাড়ির সামনের অংশ ক্ষতিগ্রস্থ হয়েছে। এ সময় দুই পুলিশ সদস্য পুলিশের ভ্যান থেকে ছিটকে পড়ে আহত হয়েছেন।
আজ রবিবার নগরীর আখতারুজ্জামান ফ্লাইওভারের দুই নম্বর গেট সিএন্ডবি কলোনি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
চসিক মেয়র নিজের বহদ্দারহাটের বাড়ী থেকে টাইগারপাস সিটি কর্পোরেশনের কার্যালয়ের দিকে যাচ্ছিলেন।
মেয়রের নিরাপত্তার দায়িত্বে থাকা পুলিশ কনস্টেবল মো. ফখরুল গণমাধ্যমকে বলেন, মেয়র গাড়ি নিয়ে বহদ্দারহাট থেকে সিটি কর্পোরেশনের দিকে যাচ্ছিলেন। সামনে পুলিশের একটি প্রটোকলের গাড়ি ছিলো। সে সময় মেয়রের গাড়িবহরের সামনে থাকা একটি সিএনজি অটোরিকশা হঠাৎ ব্রেক করলে এই দুর্ঘটনা ঘটে। ব্রেক করার ফলে সামনে থাকা পুলিশের প্রটোকলের গাড়িটিকে ধাক্কা দেয় মেয়রের গাড়ি।
তিনি বলেন, পুলিশের গাড়ির সঙ্গে ধাক্কা লেগে মেয়রকে বহনকারী গাড়িটি ক্ষতিগ্রস্ত হয়ছে। এতে আমাদের দুইজন একটু ব্যথা পেয়েছে। পরে চসিক মেয়র গাড়িটি থেকে নেমে অন্য গাড়িতে করে নগর ভবনে যান। এরপর ফ্লাইওভার থেকে মেয়রের গাড়িটিকে সরিয়ে নেওয়া হয়।