চাটগাঁ নিউজ ডেস্ক: সিএনজি অটোরিকশা দিয়ে গরু চুরি করে নেবার সময় দুজনকে স্থানীয় জনতা আটক করে পুলিশের হাতে তুলে দেন।
বুধবার (৩ এপ্রিল) সকাল ১০টার সময় কর্ণফুলী উপজেলার বড়উঠান ইউনিয়নের শাহমীরপুর গ্রামের মিয়ার হাটে এ ঘটনাটি ঘটে।
এ ঘটনায় গরুর মালিক চুরির অপরাধে তিনজনের নাম উল্লেখ করে থানায় মামলা করেছেন।
আটক দু’জন হলেন- এমরান হোসেন (৩৫), মোক্তার হোসেন প্রকাশ আক্তার (৩৫) এবং পলাতক মো. নয়ন হোসেন প্রকাশ আরাফাত (২৫)।
মামলা ও স্থানীয় সূত্রে জানা যায়, প্রতিদিনের ন্যায় ঘটনার দিন সকালে কর্ণফুলী উপজেলার বড়উঠান ইউনিয়নের মাইজপাড়া গ্রামের কৃষক মো. ইউসুফ মিয়ারহাটের পশ্চিমের জমিতে তিনটি পালিত গরুকে ঘাস খাওয়ার জন্য ছেড়ে আসেন। এরমধ্যে একটি লাল কালো ষাড় গরুর ও দুটি সাদা গরু। কিন্তু ৩০ মিনিট পরে গিয়ে দেখেন লাল কালো ষাড় গরুটি নেই। রশি কেটে কেউ নিয়ে যায়। পরে একই ইউনিয়নের ডাকপাড়া গ্রামে স্থানীয় লোকজন একটি সিএনজিতে করে গরু নেবার সময় দুজনকে আটক করেছে।
আরো জানা যায়, ঘটনাস্থলে গিয়ে কৃষক নিজের গরুটি সনাক্ত করেন। খবর পেয়ে পুলিশ গিয়ে দুই চোর ও সিএনজি জব্দ করে থানায় নিয়ে আসেন। একজন পালিয়ে যান।
কর্ণফুলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জহির হোসেন জানান, সিএনজি অটোরিকশা ও গরুটি উদ্ধার করে থানায় আনা হয়। গাড়িটি জব্দ দেখানো হয়েছে। এ ঘটনায় গরুর প্রকৃত মালিক মামলা করেছেন। মামলায় দুজনকে গ্রেপ্তার দেখিয়ে আদালতের মাধ্যমে জেলে পাঠানো হয়েছে। অপরজনকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।
চাটগাঁ নিউজ/এমআর