দীর্ঘ ১২ ঘণ্টা পর নিয়ন্ত্রণে এলপিজিবাহী জাহাজের আগুন 

চাটগাঁ নিউজ ডেস্ক: কক্সবাজার কুতুবদিয়ায় গভীর সাগরে নোঙ্গর করা এলপিজি পরিবাহী ‘সোফিয়া’ নামের জাহাজে লাগা আগুন অবশেষে নিয়ন্ত্রণে এসেছে। দীর্ঘ ১২ ঘণ্টা পর রোববার (১৩ অক্টোবর)  দুপুর ১টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে।

কোস্টগার্ড পূর্ব জোনের গণমাধ্যম কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার খন্দকার মুনিফ তকি বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, শনিবার রাত ১টার দিকে বঙ্গোপসাগরের কুতুবদিয়ার উপকূলের পশ্চিমে বহিঃনোঙর এলাকায় ‘সোফিয়া’ নামের লাইটারেজ জাহাজে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

খবর পেয়ে আগুন নিয়ন্ত্রণ এবং ক্রুদের উদ্ধার কাজ শুরু করে নৌবাহিনী ও কোস্টগার্ডের কয়েকটি জাহাজ। উদ্ধার কাজে অংশ নেয় মেটাল শার্ক এবং চারটি অগ্নিনির্বাপনী ও উদ্ধারকারী দল। এ সময় জাহাজে থাকা ২১ জন ক্রুকে জীবিত উদ্ধার করা হয়। তবে আগুন লাগার ঘটনায় হতাহতের ঘটনা ঘটেনি।

কোস্টগার্ডের এই গণমাধ্যম কর্মকর্তা জানান, জাহাজটি চট্টগ্রাম বন্দরের উদ্দেশে যাচ্ছিল। তবে কোনো দেশ থেকে এলপিজি বহন করে আনছিল তা নিশ্চিত হওয়া যায়নি।

তবে এটি  দুর্ঘটনা নাকি কোন ধরণের নাশকতা তা জানতে কোস্টগার্ডসহ সংশ্লিষ্টরা খোঁজ খবর নিচ্ছে বলেও জানান খন্দকার মুনিফ তকি।

চাটগাঁ নিউজ/জেএইচ

Scroll to Top