দিনের ভোট রাতে করা ডিসিদের বিরুদ্ধে অনুসন্ধান শুরু

চাটগাঁ নিউজ ডেস্ক: একাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের ক্ষমতার অপব্যবহার, অপরাধমূলক অসদাচরণ, জালিয়াতি, দিনের ভোট রাতে নেওয়া প্রভৃতি বিষয় অনুসন্ধানের জন্য ৫ সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। পাশাপাশি ২০১৮ সালের জাতীয় নির্বাচনের সঙ্গে জড়িত নির্বাচনের সদস্য, জেলা প্রশাসক (ডিসি), পুলিশ, র‌্যাবসহ সব আইনশৃঙ্খলা বাহিনীর বিরুদ্ধেও তদন্ত শুরু করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

বুধবার (২২ জানুয়ারি) বিকেলে এই তথ্য জানিয়েছে সংস্থাটির মহাপরিচালক (প্রতিরোধ) মো. আক্তার হোসেন।

তিনি জানান, ২০১৮ সালের একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিভিন্ন অনিয়ম যেমন দিনের ভোট রাতে করা, ব্যালট জালিয়াতি, কিছু কিছু কেন্দ্রে ৯০% এর বেশি কাউন্ট দেখানো, ব্যাপক আর্থিক লেনদেন, ক্ষমতার অপব্যবহার করে প্রার্থীকে জেতানো ইত্যাদি নানা অভিযোগ বিভিন্ন মিডিয়ায় প্রাকশিত হয়েছে এবং দুদকেও কিছু অভিযোগ জমা হয়েছে।

অভিযোগে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা, ওবায়দুল কাদেরসহ ডিএমপি কমিশনার আসাদুজ্জামান মিয়া, র‌্যাবের প্রধান বেনজির আহমেদ, পুলিশের সাবেক আইজিপি শহিদুল হক, প্রতিরক্ষা বিষয়ক উপদেষ্টা তারেক আহমেদ সিদ্দিকি, জনপ্রশাসন বিষয়ক উপদেষ্টা এইচটি ইমামসহ স্থানীয় প্রশাসনের যোগসাজসের বিষয়টি উল্লেখ করা আছে।

এই অভিযোগের প্রেক্ষিতে ৫ সদস্যের অনুসন্ধান কমিটি গঠন করেছে দুদক। বিভিন্ন ভিডিও, দেশি-বিদেশি গণামধ্যমে প্রচারিত সংবাদ এবং নির্বাচনের ফলাফল সীট পরীক্ষা-নিরীক্ষা এবং প্রয়োজনীয় অন্যান্য কার্যক্রম সম্পন্ন করে অনুসন্ধান টিম প্রতিবেদন দাখিল করবে বলে জানিয়েছে দুদক।

চাটগাঁ নিউজ/জেএইচ

Scroll to Top