দিনে দুপুরে রেলের সম্পদ হরিলুট, অসহায় নিরাপত্তা বাহিনী!

নিজস্ব প্রতিবেদক : লুটপাট, চুরি-ডাকাতি, অনিয়ম-দুর্নীতি এ যেন বাংলাদেশ রেলওয়ের নিত্যদিনের ঘটনা। আছে রেলওয়ের নিজস্ব নিরাপত্তা বাহিনী আরএনবি। তবে নেই পর্যাপ্ত জনবল। রেলওয়ের নিজস্ব নিরাপত্তা বাহিনী আরএনবি’র চোখের সামনেই দিনে দুপুরে ধারালো অস্ত্র উঁচিয়ে লুট করে নিয়ে যায় রেলের সম্পদ। তবে নিশ্চুপ রেল প্রশাসন।

চট্টগ্রামের মাদারবাড়ি পানির টাংকি এলাকার এসআরভি স্টেশনে আরএনবি সদস্যদের চোখের সামনেই লুট হয় স্টেশনে থাকা রেলের পুরনো বগির দামি যন্ত্রাংশ। কেই বাধা দিতে গেলেই হতে হয় হামলার শিকার। এমন ঘটনা একবার, দু’বার নয় বারবার ঘটেছে রেলওয়ের নিজস্ব নিরাপত্তা বাহিনীর সদস্যদের সাথে।

জানা যায়, মো. সাজ্জাদ নামের একজন কিশোর গ্যাং লিডারের নেতৃত্বে চলে এ সব লুট ও চুরি-ডাকাতি। এই নিয়ে নগরীর চট্টগ্রাম রেলওয়ে থানায় গ্যাং লিডার সাজ্জাদের বিরুদ্ধে একাধিক মামলা ও জিডি রয়েছে।

জিডি সূত্রে জানা যায়, চলতি বছরের ৪ ফেব্রুয়ারি জাহেদুল ইসলাম নামের একজন আরএনবি সদস্য স্টেশন এলাকায় টহল দেওয়ার সময় ৭-৮ জন দুর্বৃত্তকে ইয়ার্ডে দাড়ানো ট্রেনের মালামাল খুলে নিতে ও লুট করতে দেখতে পান। এ সময় তিনি বাধা দিলে দুর্বৃত্তদের মধ্যে কিশোর গ্যাং লিডার মো. সাজ্জাদ আরএনবি সদস্য জাহেদুল ইসলামকে ছুরি দিয়ে আক্রমণের চেষ্টা করে। এ অবস্থায় তিনি কোনো রকম প্রাণে রক্ষা পেলেও পরে আবারও সাজ্জাদসহ অজ্ঞাত আরও ১০-১২ জন তাকে ছুরি, কিরিচ এবং লোহার শাবল নিয়ে তাড়া করে।

এছাড়াও চুরি ও লুট করতে বাধা দেওয়ায় সাজ্জাদ তার কিশোর গ্যাং সদস্যদের নিয়ে স্টেশনে অবস্থানরত ট্রেনের একটি বগিতে আগুন ধরিয়ে দেয়। তবে এ ঘটনায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি। ঘটনার পরপরই নগরীর চট্টগ্রাম রেলওয়ে থানায় জিডি করেন এসআরভি স্টেশনের ইউনিট ইনচার্জ হাবিলদার পংকজ রায়।

সাংবাদিকের প্রশ্নের জবাবে এসআরভি স্টেশনের ইউনিট ইনচার্জ হাবিলদার পংকজ রায় বলেন, যেখানে আমরা নিজেরাই নিরাপদ নই, রেলের সম্পদের নিরাপত্তা কিভাবে দিব?

তিনি জানান, স্টেশনের নিরাপত্তায় জনবল থাকার কথা ১০ জন। তবে আমরা আছি মাত্র ৫ জন। এই অল্প জনবল নিয়ে আমরা নিজেরাই ভয়ে থাকি।

জনবল সংকট বিষয়ে জানতে চাইলে এসআরভি স্টেশনের স্টেশন মাস্টার সৈকত দেব নাথ বলেন, আমরা বারবার উপর মহলে জনবল বাড়ানোর কথা জানিয়েছি। তবে জনবল বাড়ানোর ব্যাপারে কোন নিশ্চয়তা পাইনি।

মামলা ও জিডির বিষয়ে জানতে চট্টগ্রাম রেলওয়ে থানার অফিসার ইনচার্জ এস এম শহীদুল ইসলাম বলেন, অভিযোগের পর আমরা বেশ কয়েকবার অভিযান করেও কাউকে আটক করতে পারিনি। তবে আমরা খবর পেলে সাথে সাথেই অভিযানের চেষ্টা করি।

চাটগাঁ নিউজ/এইচএস/এসএ

Scroll to Top