পড়া হয়েছে: ৩০
নিজস্ব প্রতিবেদক: থেমে থেমে বৃষ্টিতে হাটু সমান পানিতে ভাসছে নগরী আগ্রাবাদ বানিজ্যিক এলাকা। ফলে অফিস ফেরত মানুষেরা পড়েছেন চরম ভোগান্তিতে।
বুধবার (২ আগস্ট ) বৃষ্টির পানিতে ব্যস্ততম এই সড়কে সৃষ্টি হয়েছে প্রচন্ড যানজট।
বৃষ্টির কারণে নগরীর আগ্রাবাদ, বিমানবন্দর সড়ক এলাকা হাটুসমান পানিতে ডুবে গেছে।
এদিকে গুরুত্বপূর্ণ অধিকাংশ সড়ক পানির নিচে তলিয়ে যাওয়ার কারণে গাড়ি চলাচলে প্রচন্ড ব্যাঘাত সৃষ্টি হয়েছে। ফলে বিভিন্ন এলাকায় সৃষ্টি হয়েছে যানজটের।
এর মধ্যে টাইগার ওপাস মোড় থেকে বিমানবন্দর পর্যন্ত এই ১৬ কিলোমিটার যেতে এক একটা গাড়ির সময় লেগেছে প্রায় ১ ঘণ্টার উপরে।