বান্দরবান প্রতিনিধি : বান্দরবানের থানচি উপজেলার দুর্গম তিন্দু ইউনিয়নের থুইসাপাড়ায় আগুনে ৭টি বসতঘর পুড়ে গেছে। আগুন নেভাতে গিয়ে আহত হয়েছেন বেশ কয়েকজন পাহাড়ি মানুষ।
শুক্রবার (১৭ মে) সকাল ১০টার দিকে আগুনের এ ঘটনা ঘটে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বসতঘরের রান্নাঘর থেকে এ আগুনের সূত্রপাত হয়েছে।
বিজিবির জনসংযোগ কর্মকর্তা শরীফুল ইসলাম বলেন, সকাল ১০টার দিকে রান্নাঘরের চুলা থেকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে বলে জেনেছি। ক্যাম্প থেকে বিজিবির সদস্যরা গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন। আগুনে সাতটি বসতঘর পুড়ে গেলেও রক্ষা পেয়েছে কমপক্ষে ১৫টিরও বেশি বাড়ি।
তিনি বলেন, আগুন নেভাতে গিয়ে বেশ কয়েকজন পাহাড়ি মানুষ আহত হয়েছেন। তাদের তাৎক্ষণিক প্রাথমিক চিকিৎসা ও প্রয়োজনীয় ওষুধ দেওয়া হয়েছে। এছাড়াও ক্ষতিগ্রস্ত পরিবারকে জিন্নাপাড়া বিজিবি ক্যাম্পের পক্ষ থেকে দুপুরের খাবারও সরবরাহ করা হয়েছে। ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ত্রান বিতরণ করা হবে বলে জানা গেছে।
জানা গেছে, থানচির তিন্দু ইউনিয়ন থেকে পায়ে হেঁটে থুইসাপাড়ায় পৌঁছাতে ৫ ঘণ্টা সময় লাগে। পাহাড়ের উপরের এই পাড়ার আশেপাশে পানির কোন উৎস না থাকায় আগুন নিয়ন্ত্রণে আনতে বেগ পেতে হয়।
চাটগাঁ নিউজ/ইলিয়াছ/এসএ