থমথমে যবিপ্রবি: সংঘর্ষে পাঁচ ছাত্র ও প্রক্টর আহত 

চাটগাঁ নিউজ ডেস্ক: যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (যবিপ্রবি) থমথমে অবস্থা বিরাজ করছে। শুক্রবার (৭ ফেব্রুয়ারি) রাতভর ক্যাম্পাসে ছাত্রদের দুই গ্রুপের মধ্যে দফায় দফায় সংঘর্ষের পর এই অবস্থা তৈরি হয়েছে।

যদিও ঘটনার আপাত মীমাংসা হয়েছে বলে দাবি বিশ্ববিদ্যালয় প্রশাসনের। শুক্রবার রাতের ওই ঘটনায় পাঁচ শিক্ষার্থী আহত হয়েছেন। এসময় দুই পক্ষকে নিবৃত করতে গিয়ে বিশ্ববিদ্যালয়ের একজন প্রক্টর আহত হয়েছেন।

আহতরা হলেন- ফাহিম ফয়সাল (সিএসই), মাঞ্জুরুল হাসান (ইএমবি), সাদেক আহম্মদ মারুফ, সৈকত দাস ও তরিকুল ইসলাম।

আহতদেরকে রাতে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। আজ শনিবার (৮ ফেব্রুয়ারি) সকালের দিকে আহত শিক্ষার্থীরা হাসপাতাল ত্যাগ করেন।

যবিপ্রবি শিক্ষার্থীরা জানিয়েছেন, শুক্রবার সন্ধ্যায় চায়ের দোকানে বিশ্ববিদ্যালয় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কয়েকজনের সঙ্গে সিইসি (কম্পিউটার সায়েন্স ইঞ্জিনিয়ারিং) বিভাগের শিক্ষার্থীদের কথা কাটাকাটি হয়।

এর জেরে পরবর্তীতে তারা সংঘর্ষে জড়িয়ে পড়েন। তাদের সাথে স্ব স্ব বিভাগের শিক্ষার্থীরাও জড়িয়ে পড়েন। দফায় দফায় দুপক্ষ হাতাহাতিতে লিপ্ত হয় ও ইট-পাটকেল নিক্ষেপ করে।

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. মো. আমজাদ হোসেন শিক্ষার্থীদের নিবৃত করতে গেলে ধাক্কাধাক্কির শিকার হন বলে জানিয়েছেন।

শিক্ষার্থীরা জানিয়েছেন, ক্যাম্পাসে পরিস্থিতি শান্ত রয়েছে। তবে পরিস্থিতি থমথমে। শুক্রবারের ঘটনা নিয়ে কেউ কিছু বলছে না। কিন্তু দুই পক্ষই নিজেদেরকে গুছিয়ে রেখেছে।

যবিপ্রবি উপাচার্য অধ্যাপক ড. মো. আব্দুল মজিদ জানিয়েছেন, শুক্রবার রাতে কিছু অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি সৃষ্টি হয়েছিল। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক।

চাটগাঁ নিউজ/জেএইচ

Scroll to Top