তামিমের দলে না থাকার সিদ্ধান্ত ভুল ছিল : মাশরাফি

সিপ্লাস ডেস্ক: বিশ্বকাপের জন্য বাংলাদেশের দল ঘোষণার আগেই তামিম ইকবালের না থাকার কথা ছড়িয়ে পড়ে। এরপর বিসিবির ভিডিও বার্তা-তে সেটিই শেষপর্যন্ত সত্য বলে দৃশ্যমান হয়েছে। দেশসেরা এই ওপেনারকে দলে না রাখার বিষয়ে বিসিবি চোটের অস্বস্তি কিংবা আনফিট থাকার ব্যাখ্যা দিয়েছেন বিসিবির প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নু। পরে এক ভিডিও বার্তায় তামিম জানান তিনি নিজ থেকেই দলে থাকতে চাননি। একইসঙ্গে তিনি টিম ম্যানেজমেন্ট ও বিসিবির ‘নোংরামি’র শিকার বলে অভিযোগ করেছেন।

এবার বিষয়টি নিয়ে মুখ খুলেছেন বাংলাদেশের সাবেক অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা। তিনি তামিমের দল ছাড়ার সিদ্ধান্ত সঠিক ছিল না বলেই উল্লেখ করেছেন।

নিজের অফিসিয়াল ফেসবুক পেইজে দেওয়া ভিডিওতে মাশরাফি বলেছেন, ‘বোর্ডের পক্ষ থেকে কেউ একজন তামিমের সঙ্গে কথা বলেছে, যেখানে একপর্যায়ে সে (তামিম) উত্তেজিত হয়ে যায়। এরপর সে নিজে থেকে দলে থাকতে চায়নি। আমি মনে করি এটাও তার ভুল সিদ্ধান্ত ছিল।’

‘আমরা দুটো ভিডিও দেখেছি, তামিমের পর সাকিব যে বর্তমানে অধিনায়ক; সে সাক্ষাৎকার দিয়েছে। সেখানেও সে কিছু কথা বলেছে। আমার কাছে কোনো ভাবেই মনে হয়নি তামিমের ক্যাপ্টেন্সি ছাড়াটা উচিত হয়েছে। এখন তামিমের একটা ইস্যু ছিল তার ইনজুরি। ইনজুরিটা থাকলে কিছু করার নাই। কিন্তু বোর্ড তাকে নিয়ে একটা কমফোর্ট জোনে ছিল। সবার সাথে বোর্ড থেকে একটা ক্লিয়ার যোগাযোগ ছিল যে তামিমকে আমরা ক্যাপ্টেন হিসেবে দেখছি। তবুও ইনজুরি এবং সবমিলিয়ে তার ক্যাপ্টেন্সি ছাড়া উচিত হয়েছে কিনা তামিমই বলতে পারবে’, যোগ করেন মাশরাফি।

Scroll to Top