তথ্যমন্ত্রীর সমর্থনে রাঙ্গুনিয়ায় সর্ব ইউরোপীয়ান আওয়ামী লীগের গণসংযোগ

রাঙ্গুনিয়া প্রতিনিধি:  তথ‍্য ও সম্প্রচার মন্ত্রী, আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম-৭ (রাঙ্গুনিয়া, বোয়ালখালী আংশিক) আসনের আওয়ামী লীগের মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী ড. হাছান মাহমুদের সমর্থনে রাঙ্গুনিয়ায় গণসংযোগ চালিয়েছে সর্ব ইউরোপীয়ান আওয়ামী লীগ নেতৃবৃন্দ। এতে অংশ নেন ফ্রান্স, অস্ট্রিয়া, বেলজিয়াম, সুইজারল্যান্ড, জার্মানীসহ বিভিন্ন দেশের আওয়ামী নেতৃবৃন্দ।

বুধবার (৩ জানুয়ারি) দুপুর থেকে দিনব্যাপী উপজেলা সরফভাটা ক্ষেত্রবাজার থেকে প্রচারণা শুরু করে শিলক, পদুয়া, পোমরা ইউনিয়নের বিভিন্ন স্পটে ঘরে ঘরে, দোকানে, পথচারীদের মাঝে নির্বাচনী প্রচারপত্র বিলি করেছে এবং আগামী ৭ তারিখ কেন্দ্রে গিয়ে নৌকা প্রতীকে ভোট দেয়ার আহবান জানান নেতৃবৃন্দ। প্রচারণাকালে সরফভাটা ক্ষেত্রবাজারে পথসভায় বক্তব্য দেন সর্ব ইউরোপীয়ান আওয়ামী লীগের সভাপতি এম. নজরুল ইসলাম, বেলজিয়াম আওয়ামী লীগের সভাপতি সহিদুল হক সহিদ, যুগ্ম সাধারণ সম্পাদক দাউদ খান সোহেল, সাংগঠনিক সম্পাদক এম কাশেম রাসেল, প্রচার সম্পাদক আক্তারুজ্জামান আক্তার, কর্যকরি সদস্য এম নিজাম উদ্দিন, বেলজিয়াম যুবলীগের মোর্শেদ মাহমুদ, ডেনমার্ক আওয়ামী লীগ নেত্রী সোমা ছিদ্দিকি, অষ্ট্রিয়া আওয়ামী লীগের কর্যকরি সদস্য ফরিদা ইসলাম প্রমুখ।

পথসভায় নেতৃবৃন্দ বলেন, ড. হাছান মাহমুদ একজন জাতীয় নেতা। রাঙ্গুনিয়ায় তাকে শুধু জিতানোই নয়, তাকে এমন ভোটের ব্যবধানে জেতাতে হবে যাতে নেত্রীর কাছে তাঁর যে ইমেজ,  তা যেনো আরও বেড়ে যায় এবং সারাদেশে তা যেনো একটা দৃষ্টান্ত হয়ে থাকে।

চাটগাঁ নিউজ / এম আর

Scroll to Top