নিজস্ব প্রতিবেদক: চট্টগ্রামে ডেঙ্গুতে পুরুষের চেয়ে নারীদের আক্রান্তের হার কম। নারী আক্রান্তের হার মাত্র সাড়ে ২৭ শতাংশ। কিন্তু ডেঙ্গু রোগে নারীর মারা যাচ্ছে বেশি। চলতি বছরে চট্টগ্রামে ডেঙ্গু আক্রান্ত হয়ে ৩৫ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে ১৯ জনই হচ্ছেন নারী। যা মোট মৃত্যুর ৫৪ দশমিক ২৮ শতাংশ। আর ডেঙ্গুতে মারা যাওয়া পুরুষের সংখ্যা ১২ জন। যা মোট মৃত্যুর ৩৪ দশমিক ২৮ শতাংশ। আর ডেঙ্গুতে ৪ শিশুর মৃত্যু হয়েছে। যা মোট মৃত্যুর ১১ দশমিক ৪২ শতাংশ।
স্বাস্থ্য বিভাগের তথ্য পর্যালোচনা করে দেখা যায়, চলতি বছরের গত শুক্রবার পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৩ হাজার ৫৩৭ জন। এরমধ্যে ১ হাজার ৯০০ জন হচ্ছে পুরুষ। যা মোট রোগীর ৫৩ দশমিক ৭১ শতাংশ। আর নারীর সংখ্যা ছিল মোট ৯৮৬ জন। যা মোট রোগীর ২৭ দশমিক ৮৭ শতাংশ। বাকি ৬৫১ জন হচ্ছে শিশু। যা মোট ভর্তি হওয়াদের মধ্যে ১৮ দশমিক ৪০ শতাংশ।
শুধুমাত্র গেল দুই সপ্তাহেই ডেঙ্গু আক্রান্ত হয়ে ১০ জনের মৃত্যুর খবর দিয়েছে স্বাস্থ্য বিভাগ। যা গেল অক্টোবর মাসের চেয়েও ১১ শতাংশ বেশি। আক্রান্তের সংখ্যাও কমতি নেই।
চাটগাঁ নিউজ/ইউডি