ডেঙ্গু প্রতিরোধ ও এডিস মশার বিস্তার রোধকল্পে কাপ্তাইয়ে বিশেষ পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান শুরু

কাপ্তাই প্রতিনিধি: ডেঙ্গু প্রতিরোধ ও এডিস মশার বিস্তার রোধকল্পে রাঙামাটির কাপ্তাই উপজেলা প্রশাসনের উদ্যোগে সপ্তাহব্যাপী বিশেষ পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান শুরু হয়েছে।

রবিবার ( ২৯ অক্টোবর) সকাল ১১ টায় কাপ্তাই উপজেলা পরিষদ চত্বরে উপজেলা পরিষদ চেয়ারম্যান মফিজুল হক ও উপজেলা নির্বাহী অফিসার মো: মহিউদ্দিন এই কার্যক্রমের উদ্বোধন করেন।

এসময় উপজেলা সহকারী কমিশনার ( ভূমি) সৈয়দা ফারহানা পৃথা, পরিসংখ্যান অফিসার ফজলে রাব্বি, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কমকর্তা রুহুল আমিন, উপজেলা বিআরডিবি অফিসার আব্দুল্লা আল বাকের, সহকারী তথ্য অফিসার দেলোয়ার হোসেন, সহকারী শিক্ষা অফিসার আশীষ কুমার আচার্য্য, উপজেলা যুব উন্নয়ন অফিসার মো: হোসেন সহ জনপ্রতিনিধি, সরকারি কর্মকর্তা এবং রেড ক্রিসেন্টের সদস্যরা উপস্থিত ছিলেন।

উপজেলা নির্বাহী অফিসার মো: মহিউদ্দিন বলেন, ডেঙ্গু ও এডিস মশার বিস্তার রোধকল্পে আমরা আজ হতে সপ্তাহব্যাপী বিশেষ পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান শুরু করেছি। আমরা আমাদের সকল দপ্তর এবং বাসভবনের আশেপাশে পরিষ্কার পরিচ্ছন্ন রেখেছি এবং অন্যরা যাতে পরিষ্কার পরিচ্ছন্ন রাখে সেই ব্যাপারে নির্দেশনা প্রদান করেছি।

Scroll to Top