পড়া হয়েছে: ৪১
কাপ্তাই প্রতিনিধি: ডেঙ্গু ও ম্যালেরিয়া প্রতিরোধে কাপ্তাই ৮ আনসার ব্যাটালিয়নের উদ্যোগে বৃহস্পতিবার মশক নিধন, র্যালি, পরিস্কার পরিচ্ছন্নতা অভিযান ও প্রচার পত্র বিলি করা হয়েছে।
এসময় কাপ্তাই উপজেলার শিলছড়ি বাজার, শিলছড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে লিফলেট বিতরণ করা হয় এবং শিলছড়ি জামে মসজিদের পাশে পরিস্কার পরিচ্ছন্নতা অভিযান পরিচালিত করা হয় ।
আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহাপরিচালক এর নির্দেশনায় ৮ আনসার ব্যাটালিয়ন এর পরিচালক মোহাম্মদ নূরুল আবছার এর নেতৃত্বে র্যালি, লিফলেট বিতরণ ও পরিস্কার পরিচ্ছন্নতা অভিযান পরিচালিত হয়।
এতে ব্যাটালিয়ন এর সিনিয়র সহকারী পরিচালক মোঃ আল-আমিন ও সহকারী পরিচালক মোহাম্মদ শাহজাহান, কোম্পানি কমান্ডার রাজিব, কোম্পানি কমান্ডার হাবীবুল্লাহ মেসবাহ সহ ৮ আনসার ব্যাটালিয়নের বিভিন্ন পদবির সদস্যরা অংশগ্রহণ অংশ নেন।