ট্রাম্পের শপথ গ্রহণ সোমবার

চাটগাঁ নিউজ ডেস্ক:  যুক্তরাষ্ট্রের ৪৭তম প্রেসিডেন্ট হিসেবে ডোনাল্ড ট্রাম্প আগামী সোমবার দ্বিতীয়বারের মতো শপথ গ্রহণ করতে যাচ্ছেন। ৭৮ বছর বয়সী এই রিপাবলিকান নেতা ওয়াশিংটনের ইউএস ক্যাপিটালে জমকালো অনুষ্ঠানের মাধ্যমে শপথ নেবেন।

শপথ গ্রহণের আগের দিন তিনি একটি তারকাবহুল “মেক আমেরিকা গ্রেট ভিক্টরি র‌্যালি” আয়োজন করবেন। এতে বিশ্বের সবচেয়ে বড় ধনী ইলন মাস্ক এবং “ওয়াই.এম.সি.এ” গানটির জন্য বিখ্যাত ব্যান্ড “ভিলেজ পিপল”পারফর্ম করবেন বলে জানা গেছে।

বিলিয়নিয়ার ট্রাম্পের এই প্রত্যাবর্তন একটি অসাধারণ যাত্রার সমাপ্তি হিসেবে দেখা হচ্ছে। যেখানে তিনি দুইবারের প্রাণনাশের চেষ্টা ও একটি ঐতিহাসিক ফৌজদারি মামলা পেছনে ফেলে প্রেসিডেন্সি পুনরুদ্ধার করেছেন।

মার্কিন সংবিধান অনুযায়ী নতুন প্রেসিডেন্টের মেয়াদ শুরু হয় ২০ জানুয়ারি দুপুরে (যদি তা রবিবার পড়ে, তবে পরের দিন)।

সাধারণত শপথ গ্রহণ পরিচালনা করেন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি। সোমবার এটি হবে জন রবার্টরে দ্বিতীয়বার ট্রাম্পের জন্য শপথ গ্রহণ পরিচালনা। শপথ শেষে ট্রাম্প তার উদ্বোধনী ভাষণ দেবেন।

ক্যাপিটালে শপথ গ্রহণ পরবর্তী ট্রাম্পের এ উদ্বোধনী ভাষণের দিকে তাকিয়ে থাকবে যুক্তরাষ্ট্রসহ সারা বিশ্ব।

চাটগাঁ নিউজ/ইউডি  

Scroll to Top