উখিয়া প্রতিনিধি: কক্সবাজারের টেকনাফের শাহপরীর দ্বীপ থেকে বিরল প্রজাতির একটি শকুন উদ্ধার করা হয়েছে।
সোমবার (১১ সেপ্টেম্বর ) রাত ৮ টার দিকে শাহপরীর দ্বীপ ডেইল পাড়া থেকে ক্ষুধার্ত অবস্থায় শকুনটি উদ্ধার করে উপকূলীয় বন বিভাগ।
শকুনটি উদ্ধারের সত্যতা নিশ্চিত করেছেন টেকনাফ উপকূলীয় রেঞ্জ কর্মকর্তা বশির আহমদ খান।
স্থানীয়দের মতে, সোমবার রাতে ৮ টার দিকে দলছুট হয়ে টেকনাফের শাহপরীর দ্বীপ ডেইল পাড়ার জেলে মো. আলমের বাড়িতে উড়ে এসে পড়লে স্থানীয়দের নজরে পড়ে এটি। শকুনটি ক্ষুধার্ত অবস্থায় দেখা গেছে। পরে খবর পেয়ে উপকূলীয় বন বিভাগের লোকজন শকুনটি উদ্ধার করে নিয়ে যায়।
ওই এলাকার বয়স্ক ব্যক্তি মো. জাহেদ ও নুরুল আমিন জানান, প্রায় ২৫-৩০ বছর থেকে এলাকায় শকুন দেখা যায় না। আগে অনেক শকুন দেখা যেত। গত ২৫-৩০ বছর থেকে শকুনের দেখা মেলে না।
এ বিষয়ে টেকনাফ উপকূলীয় রেঞ্জ কর্মকর্তা বশির আহমদ খান বলেন, ‘শাহপরীর দ্বীপ উপকূল থেকে একটি বিরল প্রজাতির শকুন উদ্ধার করা হয়েছে। উদ্ধার শকুনটি সুস্থ হলেও ক্ষুধার্ত ছিল। ধারণা করা হচ্ছে শকুনটি হিমালয়ান ও আফ্রিকান হতে পারে। এটিকে খাবার দেয়া হচ্ছে। শকুনটি মঙ্গলবার সকালে ডুলাহাজারা বঙ্গবন্ধু সাফারি পার্কে নিয়ে যাওয়া হবে।’