টেকনাফ-সেন্টমার্টিন নৌপথে বন্ধ ট্রলার চলাচল

চাটগাঁ নিউজ ডেস্ক: মিয়ানমারের রাখাইন রাজ্যে চলমান সংঘাতে দেশটির সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মি মংডু শহরের নিয়ন্ত্রণ নেওয়ার দাবি করেছে। এর ফলে বাংলাদেশ-মিয়ানমার সীমান্তের ২৭০ কিলোমিটারজুড়ে আরাকান আর্মির আধিপত্য প্রতিষ্ঠিত হয়েছে।

উদ্ভূত পরিস্থিতিতে টেকনাফ উপজেলা প্রশাসন টেকনাফ-সেন্টমার্টিন নৌপথে সকল ধরনের ট্রলার চলাচল সাময়িকভাবে বন্ধ ঘোষণা করেছে। টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শেখ এহসান উদ্দিন বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, গত রোববার (৮ ডিসেম্বর) সকালে আরাকান আর্মি মংডু শহরের পুরো নিয়ন্ত্রণ নেওয়ার খবর পাওয়ার পর বিজিবির অনুরোধে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। নাফ নদী ও সাগরে বাংলাদেশি জেলেদের নিরাপত্তা নিশ্চিত করতে এবং সীমান্ত পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত এই নিষেধাজ্ঞা জারি থাকবে।

ইউএনও শেখ এহসান উদ্দিন বলেন, প্রশাসন সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে নাফ নদী ও সাগরে সব ধরনের নৌযান চলাচল বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে।

এদিকে এই পরিস্থিতিতে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও কোস্ট গার্ড সীমান্তের নিরাপত্তা আরো জোরদার করেছে।

টেকনাফ-২ বিজিবির ভারপ্রাপ্ত অধিনায়ক মেজর সৈয়দ ইশতিয়াক মুর্শেদ বলেন, ‘রাখাইন রাজ্যে উদ্ভূত পরিস্থিতির কারণে সীমান্তে বিজিবি টহল জোরদার করা হয়েছে। নাফ নদীতে অনুপ্রবেশ ঠেকাতে সার্বক্ষণিক নজরদারি চালানো হচ্ছে।’

সীমান্ত এলাকায় বর্তমানে পরিস্থিতি শান্ত থাকলেও স্থানীয় বাসিন্দাদের সজাগ থাকার আহ্বান জানিয়েছেন প্রশাসনিক কর্মকর্তারা। নাফ নদীর কাছাকাছি না যাওয়ার জন্য মাইকিং করে জনগণকে সতর্ক করা হয়েছে।

উল্লেখ্য, মংডু শহর দখলের পর এখন পর্যন্ত সীমান্তে কোনো বিস্ফোরণের শব্দ শোনা যায়নি। তবে যেকোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতে প্রশাসন সর্বোচ্চ প্রস্তুত রয়েছে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।

চাটগাঁ নিউজ/জেএইচ

Scroll to Top