চাটগাঁ নিউজ ডেস্ক : কয়েকদিনের টানা বৃষ্টিতে ডুবে গেছে বন্দর নগরী চট্টগ্রামের অধিকাংশ নিচু এলাকা। সড়ক ও অলিগলি পানিতে তলিয়ে যাওয়ায় নগরের বিভিন্ন স্থানে যাতায়াতের জন্য লোকজনকে নৌকা ব্যবহার করতে দেখা গেছে।
মঙ্গলবার (২০ আগস্ট) সকাল ৬টা থেকে বেলা ১২টা পর্যন্ত ৬৫ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করেছে আবহাওয়া অধিদপ্তর। যদিও এরমধ্যে ৯টা থেকেই বেশি বৃষ্টি হয়েছে।
চট্টগ্রাম আবহাওয়া অফিসের পূর্বাভাস কর্মকর্তা মো. ইসমাইল ভুঁইয়া জানান, সক্রিয় মৌসুমি বায়ুর প্রভাবে ভারী থেকে অতি ভারী বর্ষণ হচ্ছে। চট্টগ্রামে মঙ্গলবার বেলা ১২টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় ৭৬ মিলিমিটার বৃষ্টি হয়েছে। এর মধ্যে ৬ ঘণ্টায় হয়েছে ৬৫ মিলিমিটার। আগামী ৪৮ ঘণ্টা ভারী বর্ষণের সতর্কবার্তা রয়েছে। এতে করে বিভিন্ন এলাকায় পাহাড় ধসের আশঙ্কা রয়েছে। চট্টগ্রাম সমুদ্র বন্দরকে ৩ নম্বর সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে।
এদিকে, বৃষ্টিপাতের কারণে নগরের নিম্নাঞ্চলে জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। নিচু এলাকার বিভিন্ন সড়ক কোথাও হাঁটু আবার কোথাও কোমর পর্যন্ত পানিতে তলিয়ে গেছে। ফলে দৈনন্দিন প্রয়োজনে বের হওয়া লোকজন পড়েছেন মারাত্মক ভোগান্তিতে।
খোঁজ নিয়ে জানা গেছে, নগরের পাঁচলাইশ, কাতালগঞ্জ, চকবাজার, মুরাদপুর, শোলকবহর, ২ নম্বর গেট, বাকলিয়া ও আগ্রাবাদসহ বিভিন্ন এলাকার সড়ক পানিতে তলিয়ে গেছে। এসব এলাকার কোনো কোনো সড়কে কোমর পরিমাণ পানি দেখা যায়।
চকবাজার এলাকার বাসিন্দা আকমল হোসেন বলেন, একটু বৃষ্টি হলেই নগরে জলাবদ্ধতা দেখা দিচ্ছে। প্রায় রাস্তায় পানি জমে যায়। কোনো কোনো সড়কে রিকশা ছাড়া চলাফেরা করা যায় না। এ কারণে রিকশা ভাড়াও বেড়ে যায়। বছরের পর বছর এ ভোগান্তি যেন শেষ হচ্ছে না।
চাটগাঁ নিউজ/এসএ